কলকাতা সোমবার, ২০ মার্চ ২০২৩ |
K:T:V Clock
Budget session of Parliament 2023: দেশে এখন স্থায়িত্ব আছে, দৃঢ় সিদ্ধান্তে অবিচল ভারত: দ্রৌপদী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:২১:৩৫ পিএম
  • / ৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) ভাষণের মধ্য দিয়ে শুরু হল সংসদের (Parliament) বাজেট অধিবেশন (Budget Session 2023)। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁর ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, আর্থ-সামাজিক বিকাশ, শিক্ষা, বিজ্ঞান, নারী ও যুবশক্তির প্রগতি এবং সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের সাবলম্বী হওয়ার কথা তুলে ধরেন। দ্রৌপদী বলেন, একদিকে আমরা তীর্থস্থান এবং ঐতিহাসিক স্থানগুলির উন্নতি করেছি। অন্যদিকে, ভারত এখন মহাকাশ-বিজ্ঞানে শক্তিধর দেশগুলির অন্যতম। দেশের প্রথম বেসরকারি উপগ্রহও পাঠিয়েছে আমার ভারত। 

তিনি বলেন, ভারত গঠনের এটাই সময়। ২০৪৭ সালের মধ্যে আমরা একটা দেশ গঠন করব, যেখানে অতীতের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটবে। আমরা এমন ‘আত্মনির্ভর’ ভারত গড়ে তুলব, যেখানে মানবিক দায়িত্ব গ্রহণে সমর্থ হবো।

আরও পড়ুন: Budget session of Parliament 2023: ভারতের বাজেটের দিকে তাকিয়ে গোটা বিশ্ব, বললেন মোদি

দ্রৌপদী বলেন, আমরা এমন ভারত চাই, যেখানে দারিদ্র থাকবে না। যেখানে মধ্যবিত্তরা আরও সমৃদ্ধশালী হবে। এমন একটা ভারত যেখানে যুবশক্তি ও নারীরা সামনে থেকে সমাজ ও দেশকে পথ দেখাবে। এমন একটা ভারত যেখানকার তরুণরা সময়ের থেকে দু’কদম এগিয়ে থাকবে। আজ আমাদের সরকার অবিচল, নির্ভীক এবং কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম।

কংগ্রেস এবং অন্য বিরোধী দলের জোট সরকারের নাম না করে রাষ্ট্রপতি বলেন, এর আগে ভারত যে কোনও সমস্যা মেটাতে অন্যের উপর নির্ভরশীল ছিল। আজ অন্যদের সমস্যা মেটানোর জন্য মধ্যস্থ হচ্ছে ভারত। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ থেকে তাৎক্ষণিক তিন তালাক তুলে দেওয়া পর্যন্ত এই সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

দুর্নীতি রোধে এই সরকার কার্যকরী ব্যবস্থা নিয়েছে। জল জীবন প্রকল্পের সুবিধা পাচ্ছেন ১১ কোটি মানুষ। নলবাহিত পানীয় জল যাচ্ছে তাঁদের বাড়িতে। দরিদ্রদের জন্য গ্যাস, বিদ্যুৎ, পানীয় জল এবং আশ্রয় দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা নিয়ে বলেন, সার্জিকাল স্ট্রাইক থেকে জঙ্গি দমনে কড়া জবাব দিয়েছে ভারত।

শ্রীলঙ্কা বা পাকিস্তানের নাম না করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের যে কোনও দিকে তাকালে দেখা যাবে অনেক দেশের সরকারের স্থায়িত্ব টলমল। কিন্তু জাতীয় স্বার্থে আমার সরকার দৃঢ় সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়ায় এখানে সরকার অন্যদের থেকে ভালো অবস্থায় রয়েছে।

এই সরকার বিভেদের চোখে না দেখে সমাজের সকলের জন্য কাজ করেছে। ভুয়ো উপভোক্তা হটাতে এক দেশ, এক রেশন কার্ড চালু করা হয়েছে। একইসঙ্গে কোভিডকালে সরকারের কাজের কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। নারীর স্বশক্তিকরণে তাঁর সরকার বহু প্রকল্প গ্রহণ করেছে। প্রসঙ্গত, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের কথা টেনে আনেন।

দ্রৌপদী বলেন, একদিকে যখন অযোধ্যাধামের উন্নয়ন হচ্ছে, অন্যদিকে তখন আধুনিক সংসদ ভবন নির্মাণ হচ্ছে। কেদারনাথ, কাশী বিশ্বনাথ মন্দির এবং মহাকাল প্রকল্প সম্পূর্ণ হয়ে গিয়েছে। শুধু মন্দির নয়, আমার সরকার একইভাবে মেডিক্যাল কলেজ তৈরিতেও জোর দিয়েছে।

বিজ্ঞান-প্রযুক্তির উন্নতির কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা রফতানি ৬ গুণ হয়েছে। আমি গর্বিত যে, আইএনএস বিক্রান্তের মতো দেশে তৈরি বিমান বহনকারী জাহাজ ভারতীয় নৌবাহিনীতে নেওয়া হয়েছে। আজ ভারত একহাতে যোগের কাছ থেকে প্রাচীন জ্ঞান নিচ্ছে। অন্য হাতে বিশ্বের কাছে ফার্মাসির দরজা বলে পরিচয় পাচ্ছে।

আর্কাইভ

এই মুহূর্তে

Cow Service Commission | ১০ কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রে গো-কমিশন?
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Eye Operation:  বিনামূল্যে চোখের রোগের চিকিৎসা, ভ্রাম্যমান অপারেশন থিয়েটার 
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Akshay Kumar | Accident | অক্ষয়ের শুটিং এ ১০০ ফুট নিচে পড়ে গেল এক ক্রু
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Recruitment Scam | ED | রাজ্যের সমস্ত দফতরে ‘জব ব়্যাকেট’ ছড়িয়ে পড়েছে, আদালতে দাবি ইডির
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Talk on Facts | বৃষ্টি থেকে সূর্যকুমার যাদব হয়ে বিশ্ব সুখ দিবস (20.03.23)
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Ration Dealer | দিল্লিতে অবস্থান বিক্ষোভ, চার দিন রেশন দোকান বন্ধ রাজ্যে
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Share Market | পতন অব্যাহত শেয়ার বাজারে, সোমবার সেনসেক্সের সূচক দাঁড়িয়েছে ৫৭ হাজারে
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Delhi Excise Policy Case | সিসোদিয়ার ফের ১৪ দিন জেল, ইডি দফতরে হাজিরা কেসিআর-কন্যার
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Higher Secondary Exam | অসুস্থ বাবাকে দেখতে গিয়ে দেরি, উচ্চ মাধ্যমিক দেওয়া হল না অভিজিতের
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Congress Leader Kaustav Bagchi: কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী সিআরপিএফ নিরাপত্তা পাচ্ছেন না 
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Modi-Mamata Deal | দিদি-মোদির ডিল, তাই রাহুলকে মমতার অপমান প্রধানমন্ত্রীর নির্দেশেই, দাবি অধীরের 
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Sukanya Mandal | ফের হাজিরা এড়ালেন সুকন্যা, ইডি কী ভাবছে? 
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Birbhum TMC | এবার গরু পাচার কাণ্ডে নাম জড়াল বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ ও তাঁর স্বামী সুদীপ্ত ঘোষের
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Patna Station Incident । পাটনা স্টেশনে ৩ মিনিট ধরে চলল নীল ছবি, সমালোচনার ঝড় 
সোমবার, ২০ মার্চ, ২০২৩
Sudipta Chakraborty | Dev | Controversy | সুদীপ্তার মতে,দেব এখন আগের চেয়ে অনেকটাই পরিণত
সোমবার, ২০ মার্চ, ২০২৩
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team