তমলুক: কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারণ করা হল শুভেন্দু অধিকারীকে। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত শুভেন্দু এই পদে ছিলেন। সোমবার সমবায় সমিতির সভাকক্ষে বিশেষ সভা হয়। সভা থেকে ভোটাভুটির মাধ্যমে শুভেন্দুকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ইউনিয়নের ১৫ সদস্যের মধ্যে ১৪ জন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অপসারণের পক্ষে সায় দেন।
আরও পড়ুন: শুভেন্দুর দখলে বঙ্গ বিজেপি, অস্তিত্বের সঙ্কটে দিলীপ: ফিরহাদ
কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন অধিকারী বলেন, ‘সমবায় আইন মেনে ভোটাভুটিতে সভাপতির পদ থেকে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হল। কয়েকদিনের মধ্যে আমরা সমবায় ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত করব।’ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷
আরও পড়ুন: কলকাতা টিভির প্রশ্ন এড়িয়ে তড়িঘড়ি লিফটে উঠলেন শুভেন্দু