ক্যান্ডি: মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, এমন পরিস্থিতিতে সাধারণত টসে জিতে ব্যাট নেওয়া হয়। কিন্তু সেটা টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে, ওডিআই-এর ক্ষেত্রে ব্যাট নেওয়াই নিরাপদ। আগে ব্যাট করে ভালো রান তুলতে পারলে ডাকওয়ার্থ-লুইস নিয়মের সুবিধা পাওয়া যায়। ঠিক সেই কারণেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানি পেসার শাহিনশাহ আফ্রিদি সম্ভবত সেটাই চাইছিলেন। তাঁর দুটো ডেলিভারি স্টাম্প ওড়াল ভারতের সেরা দুই ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলির।
শুরুতে ঠিক লাইন-লেন্থ পাচ্ছিলেন না আফ্রিদি। বরং অন্য প্রান্ত থেকে নাসিম শাহকে বেশি ভয়ঙ্কর লাগছিল। আফ্রিদি বদলে গেলেন বৃষ্টি-বিরতির পর। লাইন-লেন্থ ফিরে পেলেন এবং দু’দিকে বল সুইং করাতে লাগলেন। বোঝাই যাচ্ছিল, কোন বল ভিতরে আসবে আর কোনটা বাইরে যাবে, ধরতে পারছেন না রোহিত। গোটা কয়েক আউট সুইংয়ে বিট হওয়ার পর আফ্রিদির ইনসুইং তাঁর ব্যাট আর পায়ের ফাঁক গলে স্টাম্প নড়িয়ে দিল।
আরও পড়ুন: কেমন হল ভারতের চূড়ান্ত একাদশ? জানতে পড়ুন
An eventful opening few overs in Kandy as Pakistan bowlers make a rousing start ?#AsiaCup2023 | #INDvPAK | ?: https://t.co/IZocC89iPj pic.twitter.com/BB5fHVWg71
— ICC (@ICC) September 2, 2023
কোহলি দুরন্ত কভার ড্রাইভ দিয়ে ইনিংস শুরু করলেন। কিন্তু আফ্রিদির আউট সুইংয়ে ব্যাট চালিয়ে প্লেড-অন হলেন। ২৭ রানে ২ উইকেট হারিয়ে ভারত তখন ধুঁকছে। আর এক ওপেনার শুভমান গিল তো রানই করতে পারছিলেন না। দীর্ঘদিন পর চোট সারিয়ে ফিরে আসা শ্রেয়স আইয়ার ভালো শুরু করলেন। তিনটি চার মারলেন। হারিস রউফের বলে সজোরে পুল করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য শর্ট মিড উইকেটে দাঁড়ানো ফখর জামান দুরন্ত ক্যাচ নিলেন।
এই প্রতিবেদন লেখার সময় ভারতের রান চার উইকেটে ৭১। ১২ নম্বর ওভার চলছে। এখনও পর্যন্ত পেসারদের দিয়েই বল করিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। শুভমান গিল এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু ঈশান কিষাণ ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৩২ বলে ১০ করে বোল্ড হয়ে গেলেন গিলও। ক্রিজে এসেছেন হার্দিক পান্ডিয়া।