কলকাতা : কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর থেকেই সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের(BSF)এক্তিয়ার বৃদ্ধির বিষয় নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। বিষয়টি নিয়ে আজ বিধানসভায় বিরোধী প্রস্তাবও পেশ করা হয়। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত এই প্রস্তাব ভোটাভুটিতে ১১২-৬৩ ভোটে পাস হয়ে গেল বিধানসভায়।
এই প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরে জানায়, রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্পূর্ণভাবে এই সিদ্ধান্ত রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ বলেও এদিন দাবি করেন পার্থ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর এই সিদ্ধান্ত খর্ব করছে বলেও অভিযোগ তাঁর।
আরও পড়ুন-ত্রিপুরার পুরভোটে ৯ দফার ইস্তেহার প্রকাশ তৃণমূলের
মাস কয়েক আগে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করে এবার থেকে বিএসএফ রাজ্যের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার পর্যন্ত নজরদারির করতে পারবে। বিএসএফ সম্পর্কে এই সিদ্ধান্ত ঘোষণার পরেই অবিজেপি রাজ্যগুলি মুখ খোলে। এই সিদ্ধান্ত রাজ্য পুলিশ-রাজ্য সরকারের অধিকার খর্ব করছে বলেও অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেস এমনকি সিপিএম-ও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এই প্রসঙ্গেই আজ(এক্তিয়ার বৃদ্ধি সংক্রান্ত) বিরোধিতা-প্রস্তাব পেশ হয় বিধানসভায়। পরে বিজেপির বিরোধিতা সত্ত্বেও তা সহজেই পাস হয়ে যায়।