আগরতলা: ত্রিপুরা(Tripura) পুরভোটে (Civic Polls) ৯ দফা নির্বাচনী ইশতাহার (Manifesto) প্রকাশ করল তৃণমূল কংগ্রেস(TMC)৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল প্রতিনিধিরা আগরতলার মানুষের স্বাস্থ্য,পানীয় জল, সাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Access to social security!
We will assure better working conditions, improved reward structures and guaranteed social security for all municipal staff. #AgartalarJonnoNabaratna pic.twitter.com/MNTU2143lK
— AITC Tripura (@AITC4Tripura) November 16, 2021
এ দিন আগরতলায় তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, বিধায়ক ইন্দ্রনীল সেন, অভিনেতা সোহম প্রমুখ ত্রিপুরার জন্য ‘আগরতলার জন্য নবরত্ন’ শীর্ষক নির্বাচনী ইশতাহার প্রকাশ করেন৷ তাতে বলা হয়েছে, নাগরিক পরিষেবায় সকলের জন্য শহরের চারটি জায়গায় হাই স্পিড ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা৷
শহরে যাতায়াত ব্যবস্থা সহজ করা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাথগুলির মানোন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ৷প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা এবং মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ২টি স্মার্ট বায়ো-টয়লেট নির্মাণ৷অগ্নি-নির্বাপক ব্যবস্থা, ভূ-গর্ভস্থ কেবলিং, সুলভ শৌচালয়, পানীয় জলের সুবিধা, এটিএমের সুবিধা এবং সোলার প্যানেলের সুবিধা সহ আগরতলায় ৯টি পুর বাজার এবং পার্কের মানোন্নয়ন করা৷৪টি বৈদ্যুতিক চুল্লি এবং একটি এসি প্রতীক্ষালয় সহ বটতলা শ্মশান ঘাটের মানোন্নয়ন করা হবে৷ যার জন্য ১০ কোটি বিনিয়োগ করা হবে৷
নিরাপত্তা বাড়াতে শহর জুড়ে ৩টি পর্যায়ে ৭০০টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন৷ এলাকাবাসীর যে কোনও নাগরিক সমস্যার সমাধানে গোটা শহরে টহল দেওয়ার জন্য ৫টি ডেডিকেটেড টহলদারি ভ্যান সর্বদা তৈরি থাকবে৷নারী সুরক্ষায় পরিবহণ ব্যবস্থায় ২৫০টি ‘পিঙ্ক অটো/ট্যাক্সি’ চালু করা হবে৷ যা কেবলমাত্র মহিলাদের দ্বারা চালিত এবং তাঁদেরই যাতায়াতের সুবিধার্থে ব্যবহৃত হবে। এই ধরনের অটো/ট্যাক্সি কেনার জন্য আগরতলা পুরনিগম মোট অর্থের ৫০ শতাংশ অর্থ ব্যয় করবে। জনসাধারণের চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে আরও অটো/ট্যাক্সি যুক্ত করা হবে৷
আরও পড়ুন-চক-ডাস্টার-ব্ল্যাক বোর্ড, ক্লাসরুমের দেওয়াল জুড়ে আজ শুধুই বন্ধুদের গল্প
কলকাতা পুরসভার ‘টক টু মেয়র’এর আদলে ‘হ্যালো মেয়র’ আউটরিরিচ প্রোগ্রারাম ৷ ‘হ্যালো মেয়র’ প্রোগ্রামের অধীনে একটি টোল ফ্রি নম্বর ৯৫৩৭০৯৫৩৭০ চালু করা হবে৷ যেখানে যে কেউ তাঁদের পরামর্শ ও অভিযোগ জানানোর জন্য দিবারাত্রি কল করতে পারে। এরফলে তাঁদের সমস্যাগুলির দ্রুত সমাধান সম্ভব হবে।
নাগরিক সুবিধায় প্রতি পাঁচটি ওয়ার্ডে একটি নাগরিক সুবিধা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে৷ অত্যাধুনিক প্রযুক্তি সেখানে থাকবে৷ এরফলে বাসিন্দারা অংশগ্রহণে আরও বেশি উৎসাহিত হবে এবং নাগরিক ও পৌরসভার সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি হবে৷
সকলের ঘরে পরিশ্রুত জলের ব্যবস্থা করা হবে৷ পরিশ্রুত এবং অবিচ্ছিন্ন পানীয় জলের পরিষেবায় উন্নত কলের সুবিধা এবং বর্তমান ভূ-গর্ভস্থ জল শোধনাগারে দু’টি ডেডিকেটেড আয়রন ফিল্টারিং ইউনিটের ব্যবস্থা করা হবে৷
ওয়া়াটার এটিএমের সুবিধাও থাকবে৷ সমস্ত নাগরিকদের বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে আগরতলার প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়াটার এটিএম স্থাপন করা হবে৷ হকারদের কল্যাণে স্বীকৃতি শংসাপত্রের সুবিধা সহ প্রতিটি ওয়ার্ডের একটি নির্দিষ্ট এলাকায় স্টল এবং গাড়ি বরাদ্দ করা। বৈধ স্বীকৃতি শংসাপত্র নিয়ে কাজ করা প্রতিটি হকারকে পৌরসভার দ্বারা পুনর্বাসনের নিশ্চয়তা দেওয়া হবে৷