সিউড়ি : বিশ্বের সবচেয়ে দামি আম (Mango) কোনটি তা এখন প্রায় অধিকাংশ মানুষই জানেন। বিশ্বের বহু মূল্যবান ওই আমটি হল মিয়াজাকি(Miyazaki)। এই আমের গল্প অনেকে শুনে থাকলেও চাক্ষুষ করা অথবা খেয়ে দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়েছে। তবে এবার এই বহু মূল্যবান আম মিলবে বীরভূমেই। ভাবছেন কোথায় পাবেন? রয়েছে আপনার হাতের কাছেই।
বীরভূমের (Birbhum) কোথায় এমন বহু মূল্যবান আম পাবেন তা জানার আগে এই আমের জন্ম এবং বিশেষত্ব সম্পর্কে আগেই জেনে নেওয়া যাক। মিয়াজাকি আসলে জাপানিজ আম। এই ধরনের আম প্রথম চাষ করা হয় জাপানে (Japan)। এর আরেক নাম সূর্যের ডিম। এর আবার জাপানি নাম হলো তাইয়ো-নো-তামাগো। মিয়াজাকি আমের রং রুবি পাথরের মতো লাল। এই ধরনের আম বিরল প্রজাতির হওয়ার কারণে এদের দাম কেজি প্রতি আড়াই লক্ষ টাকা থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
আরও পড়ুন: Wasim Akram | Eden Gardens | ইডেন গার্ডেনস নিয়ে বিস্ফোরক ওয়াসিম আক্রম !
বিশ্বের সবচেয়ে দামি এমন আম এবার চাষ করা হচ্ছে বীরভূমের দুবরাজপুর (Dubrajpur) পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের বনকাটিপাড়ার গওসিয়া মসজিদে। গওসিয়া মসজিদের সভাপতি কাজী আবু তালেব জানান, সৈয়দ নিজামুদ্দিন ওরফে সোনা নামে আমাদের পাড়ার এক যুবক বছর দুয়েক আগে এই আম গাছের চারা এনে লাগিয়েছিলেন মসজিদে। তিনি একবছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি কোথা থেকে এই আম গাছের চারা এনেছিলেন কেউ জানেন না। আগে এই আমের প্রজাতির কথা কেউ না জানলেও এবছর গাছে আম ধরতেই বিরল প্রজাতির এই আমের কথা জানতে পারেন সকলে। আর যা দেখতে ইসলামপুরের গওসিয়া মসজিদে ভিড় জমাচ্ছেন দুবরাজপুরের সাধারণ মানুষ।