কলকাতা: শনিবারই দিলীপ ঘোষ হুশিয়ারি দিয়েছিলেন, ‘কত দিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন।’ তার ২৪ ঘণ্টার মধ্যে বোমা ফাটালেন বিজেপি নেতা তথাগত রায়। স্বেচ্ছায় দল ছাড়ছেন না জানিয়ে তথাগত বললেন, ‘দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।’
গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়িয়েছে তথাগতর এই বক্তব্য। ‘গুপ্তকথা’ কী তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ভবিষ্যতে আর কী বোমা ফাটাবেন তিনি, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। শনিবার দিলীপ ঘোষ তথাগতকে উদ্দেশ্য করে বলেন, ‘কত দিন আর লজ্জা পাবেন? দল ছেড়ে দিন! যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে, তাঁরাই দলের সবচেয়ে বেশি ক্ষতি করেন। এটাই দুর্ভাগ্যের।’
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, মমতার ক্যাবিনেটে নতুন মুখ?
গতকালই দিলীপ ঘোষের বক্তব্যের জবাব দিয়েছিলেন তথাগত। বুঝিয়ে দিয়েছিলেন, দিলীপবাবু বক্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না তিনি। টুইটে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল লিখেছিলেন, ‘এর জবাবে আমি যা বলতে পারি, তা দিলীপ ঘোষের বোধগম্য হবে না। অশিক্ষিত হলে যা সমস্যা হয়। আমি কিছুই বলব না। কারণ সেটা পণ্ডশ্রম হবে। আমি দিলীপ ঘোষের বক্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছি না।’
দল ছাড়বেন কি না সেই বিষয়টি আজ স্পষ্ট করে দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। টুইটে লিখলেন, ‘গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।’
তথাগতর টুইট
তথাগতর এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, নির্বাচনের পর রাজ্যের নানা এলাকায় হাজার হাজার মানুষ ঘরছাড়া রয়েছেন। সেই বিষয়ে ওনার বিবেক কাঁদেনি? দলের মধ্যে ভেসে থাকার জন্য উনি বিতর্কিত মন্তব্য করে চলেছেন। বিজেপি বিশ্বের সবচেয়ে বড় দল। নির্দিষ্ট অনুশীলন মেনে দল চলে, পরিবারতন্ত্রকে বরদাস্ত করা হয় না। বিজেপির আবার গোপন কথা কী?
আরও পড়ুন: ঝাঁ চকচকে বিলাসবহুল ট্রেনে ‘রামায়ণ সার্কিট’ ভ্রমণ, নয়া উদ্যোগ আইআরসিটিসির
যাত্রার মধ্যে মানুষের বিবেককে জাগ্রত করাই যাত্রাদলের বিবেকের কাজ। যাত্রার বিশেষ বিশেষ সিকোয়েন্সে বিবেক গান গাইতে গাইতে মঞ্চে উপস্থিত হন। বিবেকের কথার একটা প্রভাব পরবর্তী ঘটনাপ্রবাহে পড়ত। তথাগতও স্পষ্ট করে দিয়েছেন, তিনি যাত্রার বিবেকের ভূমিকা পালন করবে। অর্থাৎ, দলে থেকে দলের পক্ষে অস্বস্তিকর মন্তব্য করে যাবেন। যাত্রার বিবেক গান গাইতেন, আর বিজেপির তথাগত বিতর্কিত টুইট করবেন!
বিধানসভা ভোটের পর থেকে দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তথাগত রায়। ফেসবুক, টুইটারে একহাত নিয়েছেন দিলীপ, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ এবং কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে। তথাগতর স্পষ্ট ইঙ্গিত, বিধানসভা ভোটে ভরাডুবির জন্য দায়ী বিজেপির এই চার শীর্ষনেতা। বিজেপির একাধিক নেতা তথাগতর টুইটের জবাব দিলেও দিলীপবাবুর মত প্রকাশ্যে দল ছাড়ার কথা বলেননি।
আরও পড়ুন: একাধিক রাজ্য জ্বালানিতে ভ্যাট কমিয়েছে, বাংলা এক টাকাও না, নবান্নকে নিশানা দিলীপের
উপনির্বাচনে ভরাডুবির পর তথাগত টুইটে লিখেছিলেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।’ এই মন্তব্য নিয়েও বিজেপির অন্দরে যথেষ্ঠ জলঘোলা হয়।