ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহর কলকাতায় বিশ্বকাপ ট্রফি। কলকাতা থেকে এই ট্রফি যাবে তিরুবন্তপুরমে। ভারতের বেশ কয়েকটি শহর ঘুরে এই ট্রফি পাড়ি দেবে বিদেশেও। আইসিসি-র সবকটি প্রতিনিধি দেশেই প্রদক্ষিণ করবে এই ট্রফি। ২০২৩ বিশ্বকাপ নিয়েই আজকের বিশেষ নিবেদন স্টেডিয়াম বুলেটিনে-