১। কুস্তিগিরদের পাশে দাঁড়াল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। কপিল দেব (Kapil Dev), সুনীল গাভাসকর (Sunil Gavaskar) সম্বলিত দলের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগিরদের টানাহেঁচড়ার অপ্রীতিকর দৃশ্যে আমরা ব্যথিত এবং বিরক্ত। সেই সঙ্গে তাঁরা যে তাঁদের পদক গঙ্গা নদীতে বিসর্জন দেওয়ার ভাবছেন, তা নিয়েও আমরা অত্যন্ত চিন্তিত। ওই পদকের পিছনে রয়েছে বহু বছরের প্রচেষ্টা, ত্যাগ, সংকল্প, এবং দৃঢ়তা এবং শুধুমাত্র তাঁদের নয়, দেশের গর্ব এবং আনন্দের। আমরা তাঁদের এই বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করছি এবং আশা করি তাঁদের অভিযোগ দ্রুত শোনা হবে এবং সমাধান করা হবে। দেশে আইন বিরাজ করুক।
২। ওয়াসিম আক্রমের (Wasim Akram) সুইং-এর সাক্ষী থেকেছে ইডেন গার্ডেনস (Eden Gardens)। তাঁকে বরাবর সমাদরও করে এসেছে ক্রিকেটের নন্দন-কানন। একটা সময় ছিল যখন কেকেআর (KKR)-এর বোলিং কোচও ছিলেন সুলতান অব সুইং। যখন এসেছেন তখন বরাবর ভালো কথাই বলেছেন ইডেনকে নিয়ে। কিন্তু নিজের আত্মজীবনীতে বল অন্যদিক থেকে সুইং করালেন সুলতান।
৩। প্রতিভা থাকা সত্ত্বেও কোথায় হারিয়ে যাচ্ছেন পৃথ্বী শাহ? আদৌ কি প্রত্যাবর্তন করতে পারবেন তিনি? বিশ্লেষণে কলকাতা টিভি-র যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।
৪। আজ জন্মদিন মার্ক ওয়া-স্টিভ ওয়া এবং স্টিভ স্মিথের। তাঁদের নিয়ে অজানা গল্প দেখুন স্টেডিয়াম বুলেটিনে-