কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বেশ ভালভাবেই উতরে গেল মোহনবাগান সুপারজায়ান্ট। বুধবার নৈহাটি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়ে দিল পাঠচক্রকে। বিরতির সময় মোহনবাগান ২-০ গোলে এগিয়ে ছিল। মোহনবাগানের হয়ে গোল করলেন সুমিত রাঠি, এঙ্গসন সিং এবং টাইসন সিং। শেষ মিনিটে পাঠচক্রের হয়ে একটি গোল শোধ করেন সুমন সরকার। এবারের প্রিমিয়ার লিগে খেলছে মোট ২৬টি দল। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে যাবে। মোহনবাগানের গ্রুপে আছে মহমেডান। তবে লিগে মোহনবাগান খেলাচ্ছে তাদের যুব দলকে।
বুধবার ম্যাচের শুরু থেকেই মোহনবাগান ম্যাচর দখল নিয়ে নেয়। এবং দশ মিনিটের মধ্যে গোল করে ফেলে। পিছন থেকে ভেসে ক্রসে সেন্টারে হেড করে গোল করেন সুমিত রাঠি। এবারের লিগে কোনও বিদেশি নেই। স্বদেশী ফুটবলাররাই দুই দলের মেরুদণ্ড। মোহনবাগানের হয়ে এদিন দাপিয়ে খেলেন সুহেল ভাট। গোল না পেলেও তিনিই ম্যাচের সেরা হন। মোহনবাগানের দ্বিতীয় গোল এঙ্গসন সিংয়ের। নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে আক্রমণে উঠেছিল মোহনবাগান। এর পর দূর থেকে শটে গোল করেন এঙ্গসন। দু গোলে এগিয়ে যাওয়ায় বিরতির পর একটু আত্মতুষ্টিতে ভুগতে থাকে মোহনবাগান। খেলাও এলোমেলো হয়ে যায়। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে গোল করেন টাইসন সিং। এর পর সুমন সরকারের গোলে ব্যবধান কমায় পাঠচক্র।