কলকাতা: বিজেপিতে (BJP) ভাঙন অব্যাহত৷ আজ শুক্রবার পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার আগে দল ছাড়ার কথা ঘোষণা করেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)৷ কাজেই ওই বৈঠকে তাঁর অনুপস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার আর অবকাশ নেই৷ কিন্তু তিনি ছাড়াও আরও অনেক বিধায়কের অনুপস্থিতি নজর কেড়েছে সংবাদমাধ্যমের৷ যা নিয়ে বিজেপির অন্দরেও গুঞ্জন ছড়িয়েছে৷ গরহাজিরদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) এবং হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) মতে তারকা বিধায়করাও৷
আরও পড়ুন: উত্তরে বিজেপির ভাঙন অব্যাহত, দল ছাড়লেন বিধায়ক কৃষ্ণ
আজ শুক্রবার পরিষদীয় দলের বৈঠক ডেকেছিল বিজেপি৷ সেই বৈঠক হয় বিধানসভায়৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা৷ তবে বৈঠকে ছিলেন না খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, দার্জিলিংয়ের নীরজ জিম্বা, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি এবং সদ্য দলত্যাগী কৃষ্ণ কল্যাণী৷
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার মালিকানা পেতে পারে টাটা গোষ্ঠী, সরকারি ঘোষণার অপেক্ষা
ঘটনাচক্রে এদিনই রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়ার কথা ঘোষণা করেন কৃষ্ণ কল্যাণী৷ জানান, এত কাজ করার পরেও তাঁকে দলবিরোধী কার্যকলাপের কারণ দেখিয়ে শোকজ করা হয়েছে৷ তাই শোকজের জবাব না দিয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি৷ কৃষ্ণের কথায়, বিজেপি এখন মীরজাফরের দল হয়ে গিয়েছে৷ বিজেপি ছাড়ার পর তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে৷ যদিও কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন এখনই কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না৷