ওয়েবডেস্ক: এক ঝাঁক নতুন মডেলের গাড়ি আনতে চলেছে হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India)। আগামী ৫ বছরের মধ্যে ২৬টি নতুন মডেল (26 New Model by 2030) বাজারে (Market) আনা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে ২৬টি নতুন গাড়ি বাজারে লঞ্চ করা হবে। তার মধ্যে ইন্টার্নাল কমবাসন ইঞ্জিন (ICE) ও ইলেকট্রিক গাড়ি (EV), হাইব্রিড মডেল রয়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর উনসু কিম সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেন, আমরা উত্তেজিত। ২৬টি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি। ২০৩০ সালের মধ্য়ে সব বাজারে আসবে। নতুন মডেলের মিশ্রণ দেখা যাবে। একেবারে মডেল পরিবর্তনও দেখা যাবে। আবার প্রোডাক্টের পরিবর্তন দেখা যাবে।
এই ২৬টি মডেলের মধ্যে রয়েছে সিএনজি, ডিজেল, পেট্রোল চালিত ২০টি আইসিই গাড়ি। এছাড়া ছয়টি ইলেকট্রিক গাড়ি রয়েছে। গাড়িপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে কী ধরনের গাড়ি বাজারে আসবে তা দেখার জন্য। তবে যেটা জানা গিয়েছে, এবছরই দ্য নেক্সট জেনারেশন হুন্ডাই ভেনু ও দ্য ফেস লিফটেড লনিক ফাইভ বাজারে আসবে। ইতিমধ্যে টাটা মোটর্সের তরফে ওই গাড়ির মডেলের ছবি প্রকাশ করা হয়েছে। ভারতে মহিন্দ্রা, টাটা মোটর্সের সঙ্গে হুন্ডাই মোটরসের প্রতিযোগিতার বাজার।
আরও পড়ুন: রাষ্ট্রপতির প্রশ্নে সুপ্রিম জবাব, দেখুন বড় খবর
দেখুন অন্য খবর: