কলকাতা: আগামী ডিসেম্বরে রাজ্যে পুর নির্বাচন (Civic Polls) অনুষ্ঠিত হবে৷ সেই নির্বাচনে বাম-কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷ রবিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্যে আরও জল্পনা শুরু হয়েছে৷ সূত্রের দাবি, আগামী সপ্তাহেই বাম-কংগ্রেস আলোচনা হতে পারে৷ সেই ইঙ্গিতই দিয়েছেন বিমান বসু৷
একুশের বিধানসভা নির্বাচনে বাম,কংগ্রেস ও আইএসএফের জোট হয়৷ সেই জোটের নাম দেওয়া ‘সংযুক্ত মোর্চা’৷ কিন্তু, ভোট বাক্সে সেই মোর্চা বিশেষ কোনও ফল পায়নি৷ বরং, বাম-কংগ্রেসের যে টুকু ভোট ছিল তাও হারায়৷ কার্যত, ধূলিসাৎ হয়ে যায় বাম-কংগ্রেস৷ বিধানসভা মিটতে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) জানিয়েছিলেন, ভোট শেষ, জোট শেষ। কংগ্রেসের সঙ্গে জোট আসলে ছিল নির্বাচনী সমঝোতা। যা ভোট মিটতেই শেষ হয়েছে। রাজ্যের সদ্যসমাপ্ত পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট ছিল না বামেদের। বরং, একাই লড়ে খড়দহ, শান্তিপুরের মতো আসনে ভোট বাড়িয়ে নিয়েছে। এ কারণেই পুরভোটে (West Bengal Civic Polls) জোটের পথে না গিয়ে একলা চলার পথে সওয়াল করেছে দলের একাংশ। কিন্তু রবিবার বিমান বসু যা ইঙ্গিত দিলেন, তাতে নতুন করে জোট নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন-বঙ্গে ভোট কমেছে মেনেও জাতীয় কর্মসমিতির বৈঠকে ঘুরে দাঁড়ানোর বার্তা নাড্ডার
এ দিন বিমানবাবু বলেন, ‘পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা তা আলোচনার মাধ্যমে ঠিক হবে। আগামী সপ্তাহেই বৈঠক৷ তখনই জোট নিয়ে আলোচনা হবে। এরআগেও পুরভোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছিল বলে বিমানবাবু জানিয়েছেন৷ তখন কংগ্রেসের সঙ্গে ৯৫ শতাংশ আসনে বোঝাপড়া হয় বামেদের। এবার সেই সমঝোতা অনুযায়ী ভোটে লড়া হবে কিনা, সেটা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে আগামী সপ্তাহের বৈঠকেই।