অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিচারে বর্ষসেরা ফুটবলার হলেন মুম্বই সিটি এফ সি-র উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে। বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন পঞ্জাবের মনীষা কল্যাণ, যিনি সাইপ্রাসের অ্যাপোলন লেডিস ক্লাবে খেলেন। বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন আকাশ মিশ্র, যিনি গত মরসুমে ছিলেন হায়দরাবাদ এফ সিতে। সামনের মরসুমে খেলবেন মুম্বই সিটি এফ সি-তে। মঙ্গলবার এই ফুটবলারদের বেছে নিয়েছেন বাইচুং ভুটিয়া, আই এম বিজয়ন এবং সাব্বির আলিকে নিয়ে গড়া তিন সদস্যের কমিটি। বর্ষসেরা ফুটবলার মনোনয়নের জন্য ওই তিন ফুটবলারের হাতে ফেডারেশনের পক্ষ থেকে তিন জনের নাম দেওয়া হয়েছিল ছাংতে। ছাড়া বাকি দুজন হলেন নাওরম মহেশ সিং এবং নন্দ কুমার। কিন্তু তিন কিংবদন্তী ফুটবলার ছাংতেকেই বেছে নেন।
২৬ বছর বয়সী মিজোরামের উইঙ্গার ছাংতে খেলেন মুম্বই সিটি এফ সি-তে। গত বছর আই এস এল-এ তিনি দশটি গোল করেছেন। ভারতের জাতীয় দলের হয়েও তাঁর পারফরম্যান্স চোখে পড়ার মতো। ভারতের যে টিম ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তার নিয়মিত ফুটবলার ছিলেন ছাংতে। সাফ কাপ ফুটবলের ফাইনাল খেলবে ভারত। এই টিমের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন ছাংতে। কোনও সন্দেহ নেই যোগ্য ফুটবলারকেই যোগ্য সম্মান দেওয়া হচ্ছে। বর্ষসেরা কোচের সম্মান পাচ্ছেন ওড়িশা এফ সি-র কোচ ক্লিফোর্ড মিরান্ডা যিনি ওড়িশাকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছেন। মেয়েদের বর্ষসেরা কোচ হয়েছেন প্রিয়া পারাথি ভালাপ্পিল। মেয়েদের বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েচেন শিলজি শাজি।