Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Karnataka Cabinate Updates | কর্নাটকে মন্ত্রিসভা গঠনের জট কাটল, প্রথম ধাপে ঠাঁই ২৫ জনের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ০৭:৩৩:৩৮ পিএম
  • / ১৫৭ বার খবরটি পড়া হয়েছে

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের মতোই এবার কর্নাটকের মন্ত্রিসভা গঠন নিয়ে ফাঁপরে পড়ে কংগ্রেস। বুধ ও বৃহস্পতিবার দিনভর আলোচনার শেষে প্রথম দফায় ২৫ জন মন্ত্রীর নাম চূড়ান্ত করল দল। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের লবি মিলিয়ে এই তালিকা তৈরি হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণ ২ জন, লিঙ্গায়ত ২ জন এবং শিবকুমারের নিজের সম্প্রদায় ভোক্কালিগার একজন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। লিঙ্গায়ত গোষ্ঠীর প্রাক্তন বিজেপি নেতা জগদীশ শেট্টারও মন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে।

রাজ্যে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর সব জাত-ধর্ম ও সম্প্রদায়কে খুশি করার ভারসাম্য বজায় রেখে মন্ত্রিসভা গঠন করা সহজ কাজ ছিল না। সেই দুরূহ কাজটি হাইকমান্ডের কাঁধে সঁপে দিতে বুধবার সন্ধ্যায় রাজধানীতে পা রাখেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। গতকালই দলের নেতা কেসি বেণুগোপালের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক করেন দুই নেতা। সেইমতো এদিনও সিদ্দা-শিব জুটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। মন্ত্রিসভার মুখ ও দফতর বণ্টন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হলেও এদিন বিকেল পর্যন্ত বরফ গলেনি। পরে সন্ধ্যায় আরও একদফা বৈঠকের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: Amit Shah-Manipur | শান্তি আলোচনার জন্য মণিপুর যাচ্ছেন অমিত শাহ

কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত নেতা রণদীপ সুরজেওয়ালার সঙ্গে কংগ্রেসের মন্ত্রণাকক্ষ ১৫ গুরুদ্বার রাকাবগঞ্জ রোডে আলোচনা হয়। এর আগে সকালেও দুই নেতা বেণুগোপালের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে কথা বলেন। মূল সমস্যা হচ্ছে, সিদ্দারামাইয়া ও শিবকুমার লবিকে একমঞ্চে বসিয়ে মন্ত্রিসভা গঠন করা।

কংগ্রেসের দলীয় সূত্রে জানা গিয়েছে, সিদ্দারামাইয়া ও শিবকুমারের অনুগামীরা কর্নাটক ভবন ও শিবকুমারের দাদা ডিকে সুরেশের বাড়িতে মিলিত হন। সেখানেও কাকে কাকে, কোন দফতরের দায়িত্ব দেওয়া যেতে পারে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। দুপক্ষই চাইছে শাঁসালো দফতর হাতে পেতে। তা নিয়েই দ্বন্দ্ব দেখা দেয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীসহ কর্নাটকে ৩৪ জন মন্ত্রী হতে পারবেন। এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, আপাতত ২৫ জনের নাম চূড়ান্ত করা হল। বাকিটা পরে হবে। দলের বেশ কয়েকজন নবনির্বাচিত বিধায়কও দিল্লিতে এসে সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, বেণুগোপাল ও সুরজেওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী হওয়ার দাবি জানান।

শপথের দিন সিদ্দারামাইয়ার সঙ্গে ৮ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেও তাঁদের এখনও দফতর বণ্টন করা হয়নি। কংগ্রেসের মূল সমস্যা হচ্ছে, রাজ্যের লিঙ্গায়ত, ভোক্কালিগা, দলিত এবং সংখ্যালঘুদের মধ্যে ভারসাম্য বজায় রেখে মন্ত্রিসভা গঠন ও সম্প্রসারণ করা। এছাড়াও নবীন ও প্রবীণ নেতাদের সামঞ্জস্য রক্ষা করে চলা। 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ভালো সুযোগ আসছে এইসব রাশির জাতকদের জীবনে 
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভোট শেষ হতেই বোমাবাজিতে উত্তপ্ত শীতলকুচি
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভোট শেষ হওয়ার দুঘন্টার মধ্যেই বিজয় মিছিল তৃণমূল–বিজেপি
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
প্রথম দফায় ১০২ কেন্দ্রে কোন কোন হেভিওয়েটের ভাগ্য চূড়ান্ত হল
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
Stadium Bulletin | স্টার্ককে যদি হাবাসের হাতে ছাড়া যায়?
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
এসএসসি মামলার রায় সোমবার
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল কমিশন
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
কয়লা পাচার মামলায় জয়দেবের জামিনের আর্জি খারিজ হাইকোর্টে
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
রেকর্ড! টানা ৬১৩ দিন কোভিডে আক্রান্ত থেকে মৃত্যু
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
৪০ ডিগ্রিতে ফুটছে কলকাতা
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
মণিপুরে ৫ বুথে বন্ধ ভোট, নাগাল্যান্ডে ভোট বয়কট ৬ জেলায়
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
বিয়ের পিঁড়িতে বসছেন রূপাঞ্জনা-রাতুল
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে আসছে আরও ৩০ কোম্পানি বাহিনী
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
ভোটে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি মমতার
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
বিকেল ৫টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে ভোটের মোট হার ৭৭.৫৭ শতাংশ
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team