হিন্দমোটর: শোক সামলে উঠতে পারেননি। স্ত্রীর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল স্বামীরও। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে হুগলির হিন্দমোটর এলাকা। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলের উত্তরপাড়ার হিন্দমোটরের বাসিন্দারা। স্ত্রী-র মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় স্বামীর। এলাকাবাসী বলছেন, স্ত্রীকে হারানোর বেদনা মেনে নিতে পারেননি। তার জেরেই এই ঘটনা।
ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার অন্তর্গত হিন্দমোটর বিবিডি রোড এলাকায়। মৃত দম্পতির নাম প্রণব দাস (৫৭) এবং মল্লিকা দাস (৫৪)। দম্পতির একটি ছেলে আছে। শনিবার রাতে খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়েন তিনজনই। হঠাৎ রাত ১২টা নাগাদ অসুস্থ বোধ করেন মালঞ্চদেবী। বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেন প্রণববাবু ও তাঁর সন্তান। কিন্তু তার আগে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মালঞ্চদেবী। স্ত্রীকে হারিয়ে তখনই শোকে পাথর হয়ে যান প্রণববাবু।
আরও পড়ুন: Mobile Charging Tips | ফোন চার্জিংয়ের এই পদ্ধতি না জানলেই বিপদ
অসুস্থতার কারণে প্রথমে মল্লিকাদেবীকে ভর্তি করা হয়েছিল স্থানীয় হাসপাতালে। তারপর জন্ডিসে আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন কলকাতার বেসরকারি হাসপাতালে। অবস্থা ভালো ছিল না। খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয়রা ছুটে আসেন। তারই মধ্যে অসুস্থ প্রণববাবুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। কিন্তু তাতেও শেষরক্ষা হয় না। মৃত্যু হয় তাঁর। পড়শিরা বলছেন, এ যেন সহমরণ। এক প্রতিবেশী বলেন, দম্পতির মধ্যে গভীর ভালোবাসা ছিল। স্ত্রীর মৃত্যু কোনও ভাবেই মেনে নিতে পারেননি, তাই প্রণবও চলে গেলেন। দম্পতির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। দম্পতির এক ছেলে। পরিবারের উদ্যোগে উত্তরপাড়া শিবতলা ঘাটে একসঙ্গে দম্পতির দেহ দাহ করা হয়।