Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
সূচনার ঘটনা সতর্কঘণ্টা, মত বিশিষ্ট মনোবিদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ০২:৫২:০৪ পিএম
  • / ২৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

নয়াদিল্লি ও গোয়া: দেশের মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত না করতে পারলে লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছনো অসম্ভব। দাম্পত্য অশান্তির জেরে চার বছরের ছেলেকে খুন করায় অভিযুক্ত মা সূচনা শেঠের অবসাদ, হতাশা, অত্যধিক ভালোবাসা, ঘৃণা, কাজের চাপ, নৈঃসঙ্গ বা একাকিত্ব— সব মিলিয়ে তাঁর মনের অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই বললেন খ্যাতনামা মনোস্তত্ত্ববিদ ডঃ হরিশ শেট্টি। মধ্য মুম্বইয়ের ডঃ এল এইচ হিরানন্দানি হাসপাতালের সাইকিয়াট্রিস্ট শেট্টি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ সূচনা শেঠ এখনও পর্যন্ত শিশুপুত্রকে খুনের কথা স্বীকার না করলেও এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। মনোবিদরা একে কোনও বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে নারাজ। তবে মানসিক স্বাস্থ্যের সংক্রামক ব্যাধির একটি উপমা বলতে চেয়েছেন। বর্তমান যে যুগে আমরা বসবাস করছি, তাতে এ ধরনের মানসিক অসুখ মহামারির মতো ছড়িয়ে পড়ছে বলে জানান শেট্টি।

আরও পড়ুন: ন্যায়যাত্রা শুরুর দিনে রাহুল-অনুগত সেনার দলত্যাগ

গতকাল, শনিবার গোয়ার তদন্তকারী থানায় মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল সূচনা শেঠ এবং বিচ্ছেদে থাকা স্বামী পি আর বেঙ্কটরমনের। পুলিশ জানিয়েছে, মাত্র ১৫ মিনিটের সাক্ষাতেও দুজনের মধ্যে ঝগড়া বাধে। দুজনেই দুজনকে দায়ী করতে থাকেন। বেঙ্কটরমন প্রাক্তন স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আমার ছেলের এ কী করলে তুমি? তুমি কী করে এমনটা করতে পারলে?

জবাবে সূচনা বলেন, তিনি কিছুই করেননি। তিনি ছেলের মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না। উল্লেখ্য, প্রথম দিন থেকেই সূচনা গোয়া পুলিশকেও একই কথা বলে চলেছেন যে, ছেলের মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি খুন করেননি। ঘুম থেকে উঠে দেখেন ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। বেঙ্কটরমন পুলিশকে জানিয়েছেন, আদালতের নির্দেশ থাকলেও পাঁচটি রবিবার ছেলের সঙ্গে দেখা করতে দেননি সূচনা। তাঁর সঙ্গে ছেলের শেষ দেখা হয়েছিল ১০ ডিসেম্বর।

ডেটা সায়েন্টিস্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক, এআই এথিক্স তালিকায় বিশ্বের ১০০ জনের মধ্যে একজন সূচনাকে জল্পনার অন্ত নেই। ছেলেকে তিনি খুন করেছেন কি না তা তদন্তের বিষয়। কিন্তু তাঁর মানসিক অবস্থা নিয়ে শেট্টি বলেন, ভবিষ্যতের পক্ষে এই ঘটনা কিন্তু সতর্কীকরণ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। একা থাকা, নৈঃসঙ্গ, পরমাণু পরিবার, শহরাঞ্চলে বাস করা কর্মজীবী মানুষের নিঃশ্বাস বন্ধ করে ফেলা কাজের চাপ— এ ধরনের রাগ, আক্রোশ ও হিংসার অনুঘটক হিসেবে কাজ করে।

শেট্টির মতে, সূচনার ঘটনা একক ঘটনা নয়। আজকাল দেশে হামেশাই এরকম ঘটনা ঘটছে। আর এসব নিয়ে সংসদ কিংবা বিধানসভাও উত্তাল হয় না। কিন্তু এটা ঠিক দেশের মানুষের এরকম মানসিক স্বাস্থ্যের উপর ভর দিয়ে লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পৌঁছনোও অসম্ভব। দুঃখের বিষয় হল, এইসব ইস্যু রাফাল খরিদ করা কিংবা মন্দির-মসজিদ গড়ার সমকক্ষ হয় না।

শেট্টি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো মন কি বাতে মানসিক স্বাস্থ্যের বিষয় এনেছেন। কিন্তু সেটা যথেষ্ট নয়। শয়ে শয়ে মৃত্যু পর্যন্ত তো আর অপেক্ষা করা যায় না! যদি সংক্রামক ব্যাধির জন্য ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কেন মানসিক স্বাস্থ্যের মারি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয় না, প্রশ্ন তুলেছেন শেট্টি। শুধু প্রচারে হবে না, এই মুহূর্তে আমাদের কাজে নামতে হবে।

শেট্টি সাক্ষাৎকারে বলেছেন, আমার কয়েক দশকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, মায়েরা ছেলেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেন। রাগ, হিংসা, অসহ্যবোধ এগুলো কখনও জিনগত, কখনও অত্যধিক চাপ এবং কঠিন জীবনযাত্রার কারণে আসে।

এই পরিস্থিতি থেকে নিস্তারের উপায়ও বাতলে দিয়েছেন শেট্টি। তাঁর কথায়, একজন অঙ্গনওয়াড়ি কর্মী যেমন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে রোগ-ব্যাধির খোঁজখবর নেন। তেমনই তাঁদের দিয়েই বাড়ির লোকের মানসিক সুখ-দুঃখের খোঁজ রাখতে হবে সরকারকে। শহুরে সরকারি-বেসরকারি কর্মীদের ক্ষেত্রে কর্মক্ষেত্র বা কোম্পানিকে জানতে হবে সকলের মানসিক অবস্থার খোঁজ। নারায়ণ মূর্তি যে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলেছেন, সে পথে চললে এর উপশম নেই, জানান মনোবিদ শেট্টি।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

পাকিস্তান কিছুই শিক্ষা নেয়নি, সন্ত্রাসবাদ নিয়ে হুঁশিয়ারি মোদির
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
দম্পতির প্রতারণার ফাঁদে শত শত মহিলা
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্সের অভিযান
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
অলিম্পিক্সে পতাকা-বাহক হতে পেরে গর্বিত সিন্ধু-কমল
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ কেরলের
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
বিজেপি নেতাদের আচরণ নিন্দনীয়, দিল্লি সফরের আগে বাংলা ভাগ প্রসঙ্গে মন্তব্য মমতার
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
রুদ্রমূর্তি গঙ্গার, কোনওমতে বেঁচে ফিরলেন যাত্রীরা
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
২০৩৪ সালের মধ্যে ৯টা-৫টার চাকরিকে বিদায়, ভবিষ্যদ্বাণী লিঙ্কডিনের সহ প্রতিষ্ঠাতার
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
হাবাসকে কোচ করে চমকে দিল আই লিগের দল!  
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
গাছে বেঁধে বেধড়ক মার, মৃত্যু কংগ্রেস কর্মীর
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
রেশন কার্ডে নাম, ঠিকানা পরিবর্তন এবার বাড়িতে বসেই
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
শরত কমলের সামনে কোজুল, হার্সির মুখোমুখি মনিকা
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
হিমঘর থেকে বের হতে শুরু করল আলু, দামের দিকে তাকিয়ে ক্রেতারা
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team