ঘাটাল: গত দুদিন ধরে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বৃষ্টি শুরু হতেই জলমগ্ন ঘাটাল (Ghatal) শহরের বেশ কিছু ওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ হাসপাতাল (Hospital) চত্বর। হাসপাতালের ওয়ার্ডে সমস্যার সম্মুখীন ভর্তি থাকা রোগী সহ পরিজনেরা। হাসপাতালে ওয়ার্ডের মধ্যে থৈ থৈ করছে জল। এই জলের মধ্যেই অসুবিধার সম্মুখীন রোগী। তাঁরা প্রশাসনের কাছে একটাই দাবি জানায়, দ্রুত যাতে সেখান থেকে জল বের করার ব্যবস্থা করা হয়। বুধবার এক রোগীর আত্মীয় জানান, ছাদ ফুটো হয়ে আছে জল পড়ছে। নীচে জল জমে গিয়েছে। রোগীরা যাতে ভালোভাবে থাকতে পারে সেটাই চাইছি।
গত দুদিনের টানা বৃষ্টিতে সুবর্ণরেখা (Subarnarekha) নদীতে জল বাড়ায় দাঁতনের (Danton) বেলমুলা ঘাটে ভেসে গেল কাঠের সেতু। ফলে ঝাড়গ্রামের (Jhargram) নয়াগ্রাম এলাকার সঙ্গে সহজে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল দাঁতনের। দাঁতনের বিস্তীর্ণ এলাকার মানুষজন সুবর্ণরেখা নদীর এই বেলমুলা ঘাট পেরিয়ে সহজে নয়াগ্রামে পৌঁছতে পারে।
আরও পড়ুন: কেন্দ্রীয় সন্ত্রাস অত্যাচারের প্রতিবাদে ৬ আগস্ট আন্দোলনের ডাক
নদী পেরিয়ে প্রতিদিন খড়িকামাথানিতে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় করেন সাধারণ মানুষ। আর এই সেতু ভেঙে যাওয়ায় দাঁতনের মানুষকে প্রায় ৪০ কিলোমিটার ঘুরে কেশিয়াড়ি হয়ে পৌঁছতে হবে এই হাসপাতালে। তবে বর্তমানে ফেরি ঘাটে নৌকোর মাধ্যমে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে নদীর জল ক্রমশ বাড়তে থাকায় সতর্ক প্রশাসন। দাঁতন ১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্ক রয়েছে ব্লক প্রশাসন। নজরদারি রাখা হয়েছে নদীর পার্শ্ববর্তী নিচু গ্রামগুলিতে। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে।