আসানসোল: এ বার গরু পাচার মামলাকে (Cattle Smuggling Scam) দিল্লিতে (Delhi) নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিল ইডি (ED)। আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই (CBI) আদালতে ইডি মামলা স্থানান্তরের আবেদন করার পরেই জল্পনা তৈরি হয়েছে। তা হলে অনুব্রত মণ্ডল, তার কন্যা সুকন্যা মন্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সেহগল হোসেনের মামলা দিল্লির রাউস এভিনিউ আদালতেই হবে বলে মনে করছে আইনজীবীদের একাংশ।
শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার মামলা স্থানান্তরের আবেদন করে ইডি। তাদের আবেদন, মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্থানান্তরিত করা হোক। সেখানেই চলুক মামলার বিচারপ্রক্রিয়া। ইডির এই আবেদনে সাড়া দিয়ে বিচারক রাজেশ চক্রবর্তী ১৯ অগাস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেদিন অনুব্রত মন্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ আপত্তি জানাবেন বলে জানান।
আরও পড়ুন: Calcutta High Court | কামদুনি গণধর্ষণ মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
গরু পাচার মামলায় প্রথমে সিবিআই ও ইডির হাতে গ্রেফতার হয়ে এখন দিল্লির তিহাড় (Tihar) জেলে বন্দি অনুব্রত, তার কন্যা, তার প্রাক্তন দেহরক্ষী সেহগল, এনামুল হক এবং বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার। অনুব্রত মন্ডলের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, আসানসোলের সিবিআই আদালত যদি মামলা দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দেন, তা হলে অনুব্রত, সেহগলদের বিচারের ট্রায়াল সেখানেই হবে। তার ফলে যত সাক্ষী রয়েছেন, তাঁদের সকলকেই দিল্লি গিয়ে সাক্ষ্য দিতে হবে। সিবিআইকে সমস্ত নথি দিল্লিতে নিয়ে যেতে হবে। তার থেকে ভালো হয় যদি সরকার আসানসোলের সিবিআই আদালতকে ইডির বিশেষ আদালত করে দিক যদি আইনে থাকে।
এদিকে, এর আগে এজলাস বদলের আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতের (Rouse Avenue) দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল (Anubrata Modal)। বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে তাঁর মামলা সরানোর জন্য আবেদন জানালেন তিহার জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত।