কলকাতা : ফোন…
আরও স্পষ্ট করে বলেল, ব্যক্তিগত মুঠোফোন ৷ মানে মোবাইল ৷
এই একটি শব্দ প্রথম দিন ভাবাচ্ছে গোয়েন্দাদের ৷ প্রয়াত কর্পোরেট কর্তা সুবীর চাকীর মোবাইল কোথায়? প্রায় মাস খানেক হতে চলল গড়িয়াহাটের কর্পোরেট কর্তা খুন হয়েছেন ৷ পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছেন কলকাতা পুলিশ ও গোয়েন্দারা ৷ স্বাভাবিক ভাবেই তদন্তের স্বার্থে প্রয়াত চাকীর মোবাইল ফোনটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷
কিন্তু, কোথায় ফোন? তদন্তের এত দিন কেটে গেলও এখনও নিশ্চিত হতে পারছেন না তদন্তকারীরা ৷ ধৃতদের কাছ থেকে সুবীর চাকীর ব্যবহার করা আংটি, এটিএম কার্ড মিলেছে ৷ কিন্তু, মেলেনি মোবাইলটি ৷ ধৃতরা জোরায় স্বীকার করেছিল, মোবাইলটা খালের জলে ফেলে দিয়েছিল ৷ সেই মতো আজ ডায়মন্ড হারবারে খালে তল্লাশিও চালানো হয় ৷ কিন্তু, মেলেনি ফোনটি ৷
তদন্তকারীদের অনুমান, মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া মিলবে ৷ কল লিস্টের পাশাপাশি ফটো গ্যালারি, হোটাসঅ্যাপ চ্যাট, টেক্সট মেসেজ– ইত্যাদির একটা তালিকা মিলতে পারে ৷ ফোনের মেমোরিতে আরও কিছুও থাকতে পারে ৷ প্রাথমিক ভাবে এমনটাই মনে করেন তদন্তকারীরা ৷ যা থেকে তদন্তের গতিপ্রকৃতিতে একটা দিশা পাওয়া যেতে পারে ৷
আরও পড়ুন-মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা, মৃত ৭
ধৃতদের দাবি, তাঁরা মোবাইল ফোন ডায়মন্ড হারবারের মাঝের পোলের উপর থেকে ক্রিক খালে ফেলে দিয়েছিল। শনিবার সকালে ডায়মন্ড হারবারের ক্রিক খালে ডুবুরি নামিয়েছিল কলকাতা পুলিস৷ কিন্তু, সুবীর চাকীর মোবাইল ফোন মেলেনি।
এর পরই সন্দেহ তৈরি হচ্ছে, ধৃতরা সঠিক বলছে কি না? খালে ফেলা হলে, ফোনটি কোথায় গেল, সেটাই খতিয়ে দেখছেন তদন্তাকারীরা ৷