ওভাল: আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগে অশান্তির ঘনঘটা অস্ট্রেলীয় শিবিরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বোমা ফাটালেন অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের একহাত নিলেন এই বাঁ-হাতি ব্যাটার।
উল্লেখ্য, ২০১৮ সালে বল বিকৃত করার দায়ে স্মিথ এবং ওয়ার্নারকে আজীবন নেতৃত্ব নির্বাসনের শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শাস্তি ওঠার পর কমিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে স্মিথকে। কিন্তু ওয়ার্নারের কথা বিবেচনা করা হয়নি এখনও। যদিও গত নভেম্বরে ওয়ার্নারের আবেদনের ভিত্তিতে তাঁর শাস্তি মকুব করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
গোটা ঘটনায় বেজায় চটেছেন বাঁহাতি ওপেনিং ব্যাটার। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেছেন, ‘পুরো বিষয়টাই হাস্যকর। আমি চেয়েছিলাম একটা সমাধানের পথ খুঁজতে। আর কর্তারা উত্তর না দিয়ে সমানে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ কথা বলতেই চাননি। দায়িত্ব নিতে চাননি। সিদ্ধান্ত নিতে চাননি। এমন একটা প্রশাসন যেখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্মিথকে সহ-অধিনায়ক করা হয়েছে। ভারতের বিরুদ্ধে এই টেস্টের পর ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ সিরিজ় খেলবেন কামিন্সরা। দু’দলেই রয়েছেন ওয়ার্নার। তাঁর মূল ক্ষোভ শাস্তি মকুব নিয়ে কর্তাদের টালবাহানায়। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি আরও বলেছেন, ‘সমস্যাটা শুরুতেই শেষ করে দিতে পারতেন কর্তারা। অথচ টেস্ট খেলার দিনগুলোতেও আমাকে ফোনে ব্যস্ত থাকতে হচ্ছে। আইনজীবীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। এ সবের কোনও দরকারই ছিল না।’
অন্যদিকে, অনেকের মনেই প্রশ্ন যদি বৃষ্টিতে ভেস্তে যায় বা ম্যাচ অমীমাংসীত হয় তাহলে কার হাতে ট্রফি যাবে- রোহিত শর্মা না প্যাট কমিন্স? এবারের ফাইনাল হচ্ছে ওভালে। আর দেশের নাম যখন ইংল্যান্ড, তখন আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে চর্চা হবে বৈকি! ইংল্যান্ড মানেই যখন তখন বৃষ্টি নেমে খেলায় বিঘ্ন ঘটাতে পারে। তাই ম্যাচ ভেস্তে গেলে কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসেবে একদিন রাখা হয়েছে। তবে সেটি কাজে লাগানো হবে তখনই, যদি নির্ধারিত ৫ দিনের উল্লেখযোগ্য সময় বা গোটা এক দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। যদি পাঁচদিন প্রকৃতির কোনওরকম বাধা ছাড়া খেলা হয়, সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে ম্যাচ গড়াবে না। আইসিসি-র নিয়ম বলছে, ম্যাচ যদি ড্র হয় বা বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ভারত ও অস্ট্রেলিয়া – দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হবে।