কলকাতা: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগের পর বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। বলেছিলেন, কোনও মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে সায়নীকে জবাব দিলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্য, মহিলাদের প্রকৃত সম্মান দিতে জানে গেরুয়া শিবির।
সায়নী বলেছিলেন, কোনও মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়৷ শ্রাবন্তী ভাল মেয়ে ও ভাল থাকুক ও রাজনীতি করুক আর না করুক, ও জয়ী হোক৷ তার পাল্টা দিলীপ ঘোষ বললেন, উনি (সায়নী) নিজেকে কি মনে করেন! আমরা প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী করেছি। বিজেপির আমলে চারজন মহিলা রাজ্যপালও দায়িত্ব পেয়েছেন। তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।
আরও পড়ুন: কোনও মহিলার পক্ষেই বিজেপিতে থাকা সম্ভব নয়: সায়নী
শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বিধানসভা ভোটের টিকিট দেওয়ার ব্যাপারে দিলীপবাবুর ব্যাখ্যা, রাজনীতিতে দেখা হয় পরিচিত মুখ কি না? মানুষ কতটা চেনেন। তাই ওনাকে টিকিট দেওয়া হয়েছিল। টিএমসিও করেছে। পার্টিও নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়েছিল। তারকা বলেই তো গুরুত্ব দেওয়া হয়েছিল। রাজনীতিতে অনেক কিছু করতে হয়, কখনও সফল হয়, কখনও হয় না।
শ্রাবন্তী ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও। তিনি বলেন, বিজেপি জঞ্জালে পরিপূর্ণ। ওই জঞ্জালে ভদ্রলোকের থাকা মুশকিল। উনি তো মহিলা। ওর পক্ষে ওই জঞ্জালে থাকা সম্ভব নয়। দেখবেন নোংরা জায়গাতে কুকুর কখনো শোয় না। শ্রাবন্তী অভিনেত্রী৷ বাকি সব পরিচয় ছেড়ে দিলাম, তিনি তো মহিলা। মহিলা হয়ে কি করে ওই জঞ্জালে থাকবেন?
আরও পড়ুন: ‘ঘাড় থেকে ভূত নামল’, ‘নগরীর নটীর’ বিদায়ে স্ব-মেজাজে তথাগত, আরও চওড়া হচ্ছে বিজেপির ফাটল