কেপটাউন: ফাঁস হল বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মার (Anushka Sharma) মেয়ে ভামিকার ছবি৷ কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ে বিরুষ্কার এক বছরের মেয়ের ছবি৷ ভামিকাকে (Virat-Anushka’s daughter Vamika) নিয়ে ভারতের ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন অনুষ্কা৷ বিরাটকে উৎসাহিত করতে হাততালি দিচ্ছিলেন মা-মেয়ে৷ সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থা সেই ছবিই তুলে ধরে৷ নিমেষে ভামিকার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ এই ঘটনায় সম্প্রচার সংস্থার উপর বেজায় চটে যান বিরাট-অনুষ্কার অনুরাগীরা৷ সোশ্যাল মিডিয়া থেকে ভামিকার ছবি সরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা৷ সম্প্রচার সংস্থাকে তুলোধনা করে অনুরাগীদের বক্তব্য, ওদের প্রাইভেসিকে সম্মান করুন৷
গত বছর ১১ জানুয়ারি মুম্বইয়ে জন্ম ভামিকার৷ সন্তানের জন্মের পরই সংবাদমাধ্যমের কাছে তাঁদের ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকার অনুরোধ করেছিলেন অনুষ্কা এবং বিরাট৷ তবে ফ্যানদের কৌতূহল মেটাতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করতেন তাঁরা৷ কিন্তু কোনও ছবিতেই ভামিকার মুখ দেখা যায়নি৷ তাই বিরুষ্কার মেয়েকে একঝলক দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে ছিলেন ভক্তরা৷ ২৩ জানুয়ারি সেই ছবি ভাইরাল হতেই তাদের খুশির অন্ত নেই৷ ভামিকার ছবি দেখে একরত্তির মুখের সঙ্গে ছোটবেলার বিরাট কোহলির মুখের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা৷ কেউ লেখেন, জুনিয়র কোহলি৷
To be very honest cutie #Vamika is cut to copy of our #KingKohli.
N congratulations king for ur half century. #Vamika pic.twitter.com/1WhFzMOrlZ
— Nil (@nil_v13) January 23, 2022
#Vamika is Choo Cute: Junior Kohli 🤩🙌 pic.twitter.com/BB7FGpdaxo
— Gaurav 🇮🇳 (@IamGMishra) January 23, 2022
Vamika gonna trend today ❤️🙂
I am pretty sure 71st is coming, and king will dedicate this to his Lucky charm Vamika💓💓🥰🥰#ViratKohli #vamika pic.twitter.com/vylUEbLtEs— Sarthak Mehta (@ursmehta_7) January 23, 2022