Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Sania Mirza: ফিরে দেখা ‘স্পর্ধার সানিয়া’ !
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  জয়জ্যোতি ঘোষ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৫৪:২৬ পিএম
  • / ১২৫ বার খবরটি পড়া হয়েছে
  • জয়জ্যোতি ঘোষ

১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকের কথা মনে আছে? ব্রোঞ্জ জয়ী লিয়েন্ডার পেজ (Leander Paes) পিঠে তিরঙ্গা নিয়ে জাতীয় সঙ্গীত মনে মনে আওড়াচ্ছেন। যতজন ভারতীয় সেইসময় আটলান্টা টেনিস কোর্টে হাজির ছিলেন তারাও একই সুরে তাল মেলাচ্ছিলেন। বলা বাহুল্য, ভারতীয় টেনিস ইতিহাসের ভীষণ তাৎপর্য বহন করছে এই দৃশ্য। কারণ এই দৃশ্যই অনুপ্রাণিত করেছিল সেইসময়ের ক্ষুদে টেনিস প্রতিভাদের। তাঁরই মধ্যে একজন হায়দরাবাদের সানিয়া মির্জা (Sania Mirza)। মুম্বইতে জন্মালেও তাঁর টেনিসে হাতে খড়ি নিজাম শহরেই। পরবর্তীতে এই সানিয়াই হয়ে ওঠেন ভারতের সর্বকালে সেরা মহিলা টেনিস তারকা। ক্লে কোর্ট বা গ্রাস কোর্টে সানিয়ার ব্যাকহ্যান্ড বা ফো্রহ্যান্ড ম্যাজিকের মূর্ছনায় দুলেছে আসমুদ্রহিমাচল। স্টিরিয়োটাইপ থেকে হয়ে উঠেছেন এক ব্যতিক্রমী। জীবনের শেষ গ্র্যান্ড স্লাম খেলতে নেমেও নিজের প্রতিভার ছাপ রাখলেন সানিয়া। বোপান্নাকে সঙ্গী করে পৌঁছে গেলেন মিক্সড ডাবলসের ফাইনালে। আজ একবার যাওয়া যেতেই পারেই ফ্ল্যাশব্যাকে। নস্ট্যালজিয়ায় ডুব দিতেই পারেন সানিয়া-অনুরাগীরা।

•    অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস-

২০০৯ সালে মহেশ ভূপতিকে সঙ্গী করে ঐতিহাসিক অস্ট্রেলিয়ান মিক্সড ডাবলস খেতাব জেতেন সানিয়া মির্জা। ২০০৮ এ মেলবোর্ন পার্কে হোঁচট খাওয়ার পর কঠোর হোমওয়ার্ক করে সানিয়া-মহেশ জুটি। নিখুঁত গেমপ্ল্যানে দুজনেই হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। ফলস্বরূপ পরের বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে অবধি একটিও সেট হারেনি সানিয়া-মহেশ জুটি। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কানাডিয়ান জুটি আলেকজান্দ্রা ওজনিয়াক এবং ড্যানিয়েল নেস্টরের বিরুদ্ধে প্রথম সেট(৩-৬) হারেন। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন। কানাডিয়ান জুটিকে পরাস্ত করেন এবং প্রবেশ করেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে। শেষ চারের লড়াইতে হারায় চেক জুটি বেনেসোভা এবং লুকাসকে। যথারীতি ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখেন এই ভারতীয় জুটি। অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস খেতাব জিতে সানিয়া মির্জা জানিয়েছিলেন, ‘গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্ন ছিল বহুদিনের। আজ সেই স্বপ্ন সত্যি হল।এটা আরও স্মরণীয় হয়ে থাকবে কারণ যাকে সঙ্গী করে এই গ্র্যান্ড স্লাম জিতলাম তিনি আমার বহুদিনের পরিচিত এবং ভীষণ পছন্দের একজন।’

•    ২০১২ ফরাসি ওপেন মিক্সড ডাবলস

শুধু ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস খেতাব জিতেই থেমে থাকেননি সানিয়া-মহেশ জুটি। রোলাগারোয় ক্লে কোর্টে ভারতীয় মিক্সড ডাবলস জুটির মুন্সিয়ানার সাক্ষি টেনিস বিশ্ব। ২০১২ সালের ফরাসি ওপেনে সপ্তম বাছাই হিসেবে প্রবেশ সবাইকে অবাক করে দেয় এই ভারতীয় জুটি। ফাইনালে পোলিশ-মেক্সিকান জুটিকে পরাস্ত করে স্ট্রেট সেটে। ম্যাচ স্কোর ৭-৬, ৬-১। অস্ট্রেলিয়ান ওপেনের পর এটি ছিল তাঁদের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম মিক্সড ডাবলস খেতাব।

•    ২০১৪ ইউএস ওপেন মিক্সড ডাবলস

ইউএস ওপেনে ব্রাজিলের টেনিস তারকা ব্রুনো সোরসের সঙ্গে জুটি বাঁধেন সানিয়া মির্জা। রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে পরাজিত করেন ইউএসএ-র আবিগেইল স্পিয়ার্স এবং মেক্সিকোর সান্তিয়াগো গোঞ্জালেজকে।

•    সান্টিয়ানা (সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি)

২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাঁধেন সানিয়া মির্জা। আর এই জুটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে টেনিস দুনিয়া তাঁদেরকে সম্বোধন করতে থাকেন ‘সান্টিয়ানা’ বলে। এই জুটি পর পর তিনটি গ্র্যান্ড স্লাম খেতাব জেতে। ২০১৫ সালের উইম্বলডনে কোনও সেট না হেরে ফাইনালে প্রবেশ করে সান্টিয়ানা। পরে তিন সেটের রুদ্ধশ্বাস ফাইনালেও বাজিমাৎ করে সানিয়া-মার্টিনা জুটি।সান্টিয়ানা-র এই ফর্ম দেখা যায় পরবর্তী দুটি গ্র্যান্ড স্লামেও। ২০১৫ ইউএস ওপেন এবং ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলস জেতে সানিয়া-মার্টিনা জুটি।

•    ক্রমতালিকায় সানিয়া 
 ২০১৫ সালে WTA ডাবলস ক্রমতালিকায় প্রথম স্থানে উঠে আসেন সানিয়া মির্জা। এর আগে ভারতীয় টেনিস মহলে লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতি ছাড়া এই কীর্তি কারও ছিল না। WTA-ক্রমতালিকায় টানা ৮০ সপ্তাহ নিজের শীর্ষস্থান ধরে রেখেছিলেন সানিয়া মির্জা।

•    অলিম্পিক্সে সানিয়া
চারবার অলিম্পিকে অংশ নেন সানিয়া মির্জা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক দিয়ে অভিষেক হয় তাঁর। ২০১৬ রিও অলিম্পিকে মহেশ ভূপতির সঙ্গে জুটি বাঁধেন সানিয়া। মিক্সড ডাবলসের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান। অলিম্পিকে এটাই তাঁর সেরা পারফরম্যান্স।
 
•  এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সানিয়া

সানিয়া মির্জা এশিয়ান গেমসে ২টি সোনা সহ ৮টি পদক জেতেন।২০০৬ সালের দোহা এশিয়ান গেমসের মিক্সড ডাবলসে সোনা এবং ২০১৪ এশিয়ান গেমসের মিক্সড ডাবলসেও সোনা জেতেন হায়দরাবাদী টেনিস সুন্দরী। এছাড়া কমনওয়েলথ গেমসে দুটি পদক জেতেন যার মধ্যে একটি রুপো এবং অপরটি ব্রোঞ্জ।

এই মুহূর্তে জীবনের শেষ গ্র্যান্ড স্লামে খেলছেন সানিয়া মির্জা। বোপান্নাকে সঙ্গী করে আরও একটি পদকের আশায় বুঁদ সানিয়া। শুধু সানিয়া বললে ভুল হবে। বরং বলা যেতে পারে, সানিয়ার শেষ গ্র্যান্ড স্লামে পদকের আশায় প্রহর গুনছে  টেনিস দুনিয়ায় ছড়িয়ে থাকা অসংখ্য সানিয়া-অনুরাগীরা।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

পাকিস্তান কিছুই শিক্ষা নেয়নি, সন্ত্রাসবাদ নিয়ে হুঁশিয়ারি মোদির
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
দম্পতির প্রতারণার ফাঁদে শত শত মহিলা
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্সের অভিযান
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
অলিম্পিক্সে পতাকা-বাহক হতে পেরে গর্বিত সিন্ধু-কমল
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
রাষ্ট্রপতির বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ কেরলের
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
বিজেপি নেতাদের আচরণ নিন্দনীয়, দিল্লি সফরের আগে বাংলা ভাগ প্রসঙ্গে মন্তব্য মমতার
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কলকাতাও
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
রুদ্রমূর্তি গঙ্গার, কোনওমতে বেঁচে ফিরলেন যাত্রীরা
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
২০৩৪ সালের মধ্যে ৯টা-৫টার চাকরিকে বিদায়, ভবিষ্যদ্বাণী লিঙ্কডিনের সহ প্রতিষ্ঠাতার
শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
হাবাসকে কোচ করে চমকে দিল আই লিগের দল!  
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
গাছে বেঁধে বেধড়ক মার, মৃত্যু কংগ্রেস কর্মীর
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
রেশন কার্ডে নাম, ঠিকানা পরিবর্তন এবার বাড়িতে বসেই
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
শরত কমলের সামনে কোজুল, হার্সির মুখোমুখি মনিকা
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
হিমঘর থেকে বের হতে শুরু করল আলু, দামের দিকে তাকিয়ে ক্রেতারা
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team