খড়্গপুর: নিরীহ পথকুকুরের উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ন’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে তা জানার চেষ্টা চলছে৷ খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বলেন, ‘একটি অভিযোগ জমা পড়েছে। তবে নির্দিষ্ট করে কারও নামে অভিযোগ নেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে জন্য ন’জনকে আটক করা হয়েছে।’
জখম হওয়ার পর কুকুরটি। নিজস্ব চিত্র।
বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে বছর তিনেকের কুকুরের পায়ে চকোলেট বোমা বেঁধে দেওয়া হয়েছিল৷ সেই চকলেট বোমা ফেটে কুকুরটির পিছনের একটি পা অর্ধেক উড়ে গিয়েছে। লেজও ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে, স্থানীয় এক পশুপ্রেমী সংস্থা কুকুরটিকে উদ্ধার করে৷ চিকিৎসকের পরামর্শ অনুসারে, শুক্রবার কুকুরটির অস্ত্রোপচার করা হয়েছে। কুকুরটির এখনও শুশ্রূষা চলছে।
আরও পড়ুন-দীপাবলির রাতে নির্দেশ অমান্যয় কলকাতায় গ্রেফতার ২১০, বাজেয়াপ্ত ২০৮ কেজি নিষিদ্ধ বাজি
স্থানীয় সূত্রে খবর, কুকুরটি কুশল তিওয়ারি নামে এক ব্যক্তির বাড়ির সামনেই থাকত৷ শনিবার বাড়ি মালিক বলেন, ‘ কুকুরটিকে কয়েক দিন ধরে দেখতে পাচ্ছিলাম না৷ পরে জানতে পারি কেউ বা কারা কুকুরটির পায়ে চকোলেট বোমা বেঁধে আগুন ধরিয়ে দিয়েছিল। কিন্তু কারা এই কাজ করেছে, তা জানতে পারিনি। কুকুরটির এখন চিকিৎসা চলছে৷’