কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন উপাচার্য ও শিক্ষাবিদদের রাজভবনে ডাকার পরেও আলোচনা না করে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose) চূড়ান্ত অপমান করেছেন। শনিবার এমনই অভিযোগ তুললেন তৃণমূলপন্থী শিক্ষাবিদ ওমপ্রকাশ মিশ্র। সেই একই অভিযোগ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিজের এক্স হ্যান্ডেল পোস্টে। এডুকেশনিস্ট ফোরামের পক্ষ থেকে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ও অধ্যাপক দেবনারায়ণ বন্দোপাধ্যায় এদিন একটি বিবৃতি দিয়েছেন এই বিষয়ে।
ওই বিবৃতিতে আচার্য বলেছেন, রাজ্যপাল শিক্ষাবিদদের অপমান করেছেন। সুপ্রিম কোর্টের আদেশ ক্ষুন্ন করেছেন। কিছু শিক্ষাবিদকে কিছু বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগের প্রেক্ষাপটে তাঁদের সঙ্গে মতবিনিময়ের জন্য রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। আচার্যের সঙ্গে তথাকথিত মতবিনিময় অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে, আমন্ত্রিত শিক্ষাবিদরা আচার্যের ক্ষমতা সম্পর্কে রাজভবনের একজন কর্মকর্তার বক্তৃতার শিকার হন। আমরা এটিকে সবচেয়ে অনুপযুক্ত এবং অপমানজনক বলে মনে করি। এটা রাজ্যের সিনিয়র শিক্ষাবিদদের অপমান।
আরও পড়ুন: কাঁকুড়গাছিতে ফুটপাথে গাড়ি উঠে জখম এক শিশুর মৃত্যু হাসপাতালে
বিবৃতিতে আরও বলা হয়েছে, আচার্য সুপ্রিম কোর্টের ধারাবাহিক নির্দেশাবলী, বিশেষ করে ১৬ এপ্রিলের সর্বশেষ আদেশের মুখে নিজেক যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আইন অনুযায়ী আচার্য হলেন উপাচার্যের নিয়োগকারী কর্তৃপক্ষ। একই আইনের বিধানে বলা হয়েছে যে তাঁকে অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে নিয়োগ করতে হবে। আচার্যের জানা উচিত যে উপাচার্য হিসাবে কাজ করার জন্য বিভিন্ন লোকের কাছে তাঁর অনুমোদন অবৈধ ছিল। তাঁকে অবশ্যই মেনে নিতে হবে যে তার বেআইনি কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ব্যবস্থা, ব্যবস্থাপনা এবং নেতৃত্বকে হুমকির মুখে ফেলেছে।
আরও খবর দেখুন