কলকাতা: এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রাক্তন উপাচার্য সহ শিক্ষাবিদদের বৈঠকে ডাকলেন আচার্য তথা রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেক্ষেত্রেও রাজ্যের সঙ্গে আলোচনা না করে নিজের পছন্দমতো শিক্ষাবিদদের ডাকা হয়েছে বলে রাজ্যের অনুযোগ।
রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ের জন্য উচ্চশিক্ষা দফতর যে নামগুলি রাজভবনে পাঠিয়েছিল তাদের মধ্যে থেকে শুধু একজনকে ডাকা হয়। বাকি ৭ জন(যাদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন উপাচার্য ও শিক্ষবিদ) শিক্ষাবিদকে আজ, শনিবার সকাল সাড়ে ১১টায় আলোচনার জন্য রাজভবনে ডাকেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এঁরা হলেন ভাস্কর গুপ্ত, রঞ্জন চক্রবর্তী, সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সৌরীন বন্দ্যোপাধ্যায়, অমিতাভ দত্ত ও তপতী গুহ ঠাকুরতা। এদের মধ্যে শুধু ভাস্কর গুপ্তর নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য রাজ্যের তরফে রাজভবনে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান নওদায়
তালিকায় বাকিরা ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য পবিত্র চট্টোপাধ্যায়, হিল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রেম পোদ্দার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জন্য অমিয় পান্ডা, হরি চাঁদ গুরু চাঁদ বিশ্ববিদ্যালয়ের জন্য তপন কুমার বিশ্বাস ও রাণী রাসমণি গ্রীন বিশ্ববিদ্যালয়ের জন্য আশুতোষ ঘোষ। যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কারণ দিনদুয়েক আগেই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করেছেন আচার্য। সেখানে রাজ্যের পাঠানো নাম বাদ দিয়ে কেন আচার্য নিজের মতো করে কয়েকজনকে ডাকলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত এর আগেও রাজ্যের পাঠানো তালিকা বাতিল করে নিজের পছন্দ মতো অধ্যাপক ও শিক্ষাবিদদের সরাসরি উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও খবর দেখুন