কলকাতা: জ্বালানির দাম আকাশছোঁয়া। নিরন্তর সমস্যায় পড়ছেন বাস মালিকরা। তাই ডিজেলের বিকল্প হিসেবে সিএনজি বাস চালু হতে চলেছে শহর কলকাতায়। মোট ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৩২ আসনের পরিবেশ বান্ধব বেসরকারি সিএনজি বাস চলবে উল্টোডাঙা থেকে নিউটাউনের সাপুরজি পর্যন্ত।কলকাতা আঞ্চলিক পরিবহন দফতর থেকে নির্দিষ্ট এই রুটের বাস চলার ছাড়পত্র মিলেছে।
জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে ডিজেলের পাশাপাশি সিএনজি ও ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর। সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ইলেকট্রিক বাস প্রস্তুতকারী সংস্থা সঙ্গে পরিবহণ দফতরের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে, বেসরকারি বাস মালিকদেরও এ বিষয়ে পরিবহণ দফতরের তরফে উৎসাহ দেওয়া হয়েছে। চলতি মাসের মাঝামাঝি উল্টোডাঙ্গা ১৫ নম্বর বাস স্ট্যান্ড থেকে নিউ টাউনের সাপুরজি পর্যন্ত রুটে পরিবেশবান্ধব সিএনজি বাস চালু হতে চলেছে।
১৭ কিলোমিটার এই রুটে প্রথম পাঁচ কিলোমিটার স্টেজে ন্যূনতম ২০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী প্রতি স্টেজে ৫ টাকা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব রয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে। পরিবহণ দফতর এই প্রস্তাব বিবেচনা করে ভাড়া নির্ধারণ করবে।
আরও পড়ুন- Amit shah: অর্জুনের পরিবারের সঙ্গে কথা, তার পরই সিবিআই নিয়ে শাহী-বার্তা
পরিবেশবান্ধব ও শীতাতপ নিয়ন্ত্রিত এই সিএনজি বাসে থাকছে সিসিটিভির ব্যবস্থা। যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে ২০টি বাস উল্টোডাঙা থেকে সাপুরজি পর্যন্ত চলবে। ক্রমবর্ধমান জ্বালানি তেলের বিকল্প হিসেবে এই বাসে আর্থিক সাশ্রয় হবে বলে মনে করছেন পরিবহণ দফতরের কর্তারা। আগামী দিনে সরকারি বাসের পাশাপাশি বেসরকারি সিএনজি বাস শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় চলবে বলে আশাবাদী পরিবহণ দফতর।