কলকাতা: রিপোর্ট দাখিল করার জন্য মুখ্যসচিবকে (Chief Secretary) নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সময় দেওয়া হোক। সওয়াল সরকারি কৌঁসুলির। এটা যদি রাজ্যের সওয়াল হয় তাহলে মুখ্যসচিবকে আগামীকাল আদালতে (Calcutta High Court) হাজির হওয়ার নির্দেশ দেব। মন্তব্য বিচারপতির।
নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার দেড় বছর আগে থেকে সিবিআই (CBI) মুখ্যসচিবকে অনুমোদনের জন্য চিঠি দিয়ে আসছে। মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ আদালতের। যদি এবার তিনি রিপোর্ট না দেন তাহলে এই আদালত বাধ্য হবে তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিতে। মন্তব্য বিচারপতির।
আরও পড়ুন: রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) বিচারপ্রক্রিয়া শুরু করা নিয়ে রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary) ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয়মাল্য বাগচী। গত ২২ মার্চ মুখ্যসচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই (CBI) এর তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে ? জানতে চেয়ে রিপোর্ট তলব করে আদালত। ২৬ মার্চ ইডির (ED) তরফ থেকে আদালতের নির্দেশ সম্পর্কে মুখ্যসচিবকে অবগত করা হয়।
আরও খবর দেখুন