কলকাতা: বাড়ল রাজ্যের স্কুলগুলিতে গরমের ছটি (Summer Vacation in Bengal School)। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বাড়ল গরমের ছটি। সিদ্ধান্ত কার্যকর হবে শুধুমাত্র বাংলার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে। এবার ২২ দিন থাকবে গরমে ছুটি (Summer Vacation)। এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। গরমের ছুটি থাকার কথা ছিল ৯ মে থেকে ২০ মে। নির্বাচনের জন্য এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি। ১৯ এপ্রিল থেকে রাজ্যের প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। ভোট চলবে ১ জুন প্রর্যন্ত। ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির সমস্ত স্কুল বন্ধ থাকবে। ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল চারদিন দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুল ছুটি থাকবে। ৬ মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। ২ জুন পর্যন্ত ছুটি থাকবে। সরকারি ছুটি ও রবিবার ছাড়া ২২ দিন ছুটি।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি
একদিনে নির্বাচন অন্যদিকে বাড়ছে গ্রীষ্মের দাপট। মার্চের শুরুর থেকেই রাজ্যের একাধিক জেলায় বাড়তে শুরু গরম। ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। রোদের ছ্যাঁকায় পুড়ছে গা। করেছে সোমবারই আলিপুর আবহাওয়া দফতর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। কলকাতায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যাবে। এর মধ্যে স্কুল ছুটির ফলে ছাত্রছাত্রী থেকে শিক্ষক অভিভাবক সকলেই স্বস্তি পাবে । কাঠফাটা রোদে বাড়ির থেকে যত না বেরত হয় ততই মঙ্গল। কিন্তু সব জেলায় তো আর গরমের প্রভাব বেশি থাকে না। সেই সব এলাকার শিক্ষক ও অভিভাবকরা সন্তুষ্ঠি নয়। এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির উপর নজর রেখে কয়েকদিন আগেই তা ঘোষণা করাই বাস্তব সম্মত ছিল।
অন্য খবর দেখুন