কলকাতা: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Corruption case) রায়দান সোমবার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ওই রায় দেবে। শিক্ষা এবং রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে ওই রায়ের দিকে। এই মামলা ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তাঁর বিভিন্ন রায় নিয়ে বিভিন্ন সময়ে রাজ্য সরকার আপত্তি জানিয়েছে। তাঁর এজলাস থেকে যাতে এই মামলা সরানো হয়, তার জন্য সরকার সুপ্রিম কোর্টেও গিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনও এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) প্রধান বিচারপতি টি এস শিভগননমকে পরামর্শ দেন। সেইমতো প্রধান বিচারপতি মামলা পাঠান বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। সেই বেঞ্চেই শুনানি চলছিল। অবশেষে ভোটের মুখে বেরতে চলেছে এসএসসি দুর্নীতি মামলার রায়। এই মামলাতেই শিক্ষামন্ত্রী-সহ শাসকদলের একাধিক বিধায়ক, নেতা, সরকারি আমলা জেল খাটছেন।
অন্য খবর দেখুন