কলকাতা: লোকসভা ভোট ঘোষণার পর প্রথম কোচবিহারে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী বৃহস্পতিবার কোচবিহারে সভা। রবিবার বালুরঘাট, জলপাইগুড়িতে সভা করতে পারেন মোদি। ভোটের আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত, শিলিগুড়িতে সভা করেছেন মোদি। জানা গিয়েছে, সব মিলিয়ে ৩০-টির বেশি সভা করবেন প্রধানমন্ত্রী।
এবার ভোটে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৯ সালের থেকে এবার বেশি আসন জিততে চাইছে তারা। কোচবিহার ছাড়াও ১৯ এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটে নাগাদ বালুরঘাটে সভা করবেন মোদি। তারপর সেখান থেকে যাবেন জলপাইগুড়িতে। বিকেল সাড়ে ৪টেয় জলপাইগুড়িতে সভা হওয়ার কথা। উল্লেখ্য, কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, জলপাইগুড়িতে জয়ন্ত রায়।
আরও পড়ুন: দেশে ৪০০-র বেশি আসন পাবে তো কেন ইডি, সিবিআই? বিজেপিকে প্রশ্ন মমতার
আরও খবর দেখুন