কলকাতা: ধর্মতলায় চাকরিপ্রার্থীদের মিছিলে গ্রেফতার সংগ্রামী যৌথ মঞ্চের (সংগ্রামী যৌথ মঞ্চে) আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh Arrested)। হকের চাকরির দাবিতে শুক্রবার ফের পথে নামল চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)। ধর্মতলায় বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের ৭টি সংগঠনের মিছিল ধর্মতলায় আসতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকরিপ্রার্থীদের আন্দোলনে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ-সহ ১৬জন গ্রেফতার করা হয়। হেয়ার স্ট্রিট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কোনও ধারা জানানো হয়নি।
আরও পড়ুন: প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী, শনিবার বৈঠকে বিশেষ পর্যবেক্ষক
দীর্ঘদিন হকের চাকরির দাবিতে পথে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগ নিয়ে জট কবে কাটবে সেই উত্তর এখনও অধরা। রোদ, ঝড়, জল উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। পথে কেটে প্রতিটা উৎসব। কোলে সন্তান নিয়েই সেই চাকরির আশায় পথেই চাকরিপ্রার্থীরা। এদিন নিয়োগের দাবিতে ফের পথে নামলেন চাকরিপ্রার্থীরা। এদিন কলেজ স্কোয়ার থেকে শুরু হয় চাকরিপ্রার্থীদের মিছিল। মিছিলে সামিল হয়েছিল ৭টি সংগঠন। নিয়োগের দাবিতে প্রতীকী শবদেহ নিয়ে রাস্তায় নেমেছিলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের সমর্থনে মিছিলে পা মিলিয়েছিলেন ভাস্কর ঘোষ-সহ সংগ্রামী যৌথ মঞ্চের অন্য়ান্য আন্দোলনকারীরাও। মিছিল ধর্মতলা চত্বরে পৌঁছাতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় বচসা। এরপরই চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়েপুলিশ প্রিজন ভ্যানে তোলেন। গ্রেফতার হন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষও।
অন্য খবর দেখুন