কলকাতা: ফের কলকাতায় মেট্রো বিভ্রাট (Kolkata Metro), অফিস টাইমে মেট্রো গোলযোগে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল ১১টার নাগাদ শোভাবাজার স্টেশনে একটি ট্রেন যান্ত্রিক গোলযোগের কারণে আটকে পড়ে। তার জেরেই মেট্রোর আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় ৫০ মিনিট পরিষেবা ব্যাহত থাকার পর আবার স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৩)
যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধ করা হয়েছিল বেলগাছিয়া থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা। মেট্রো পরিষেবা চালু ছিল দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষের মধ্যে। যে সব স্টেশন থেকে মেট্রো পাওয়া যাচ্ছিল না সেইসব স্টেশন থেকে নতুন টোকেন ইস্যু করা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি, স্মার্টকার্ড যাতে কোনও যাত্রী পাঞ্চ না করেন, তা-ও ঘোষণা করা হয়েছিল। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় যান্ত্রিক গোলযোগ ঠিক করা সম্ভব হয়েছে বলেই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আরও খবর দেখুন