কলকাতা ও হাওড়া (Kolkata Howrah civic polls) পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিত। রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ভোটের বিজ্ঞপ্তি এখনও ঘোষণা করেনি। নিয়ম মত ভোট যে দিন গ্রহণে করা হবে বলে স্থির হয়, তার চব্বিশ দিন আগে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে ১৯ ডিসেম্বর কলকাতা (Kolkata Municipal Corporation) ও হাওড়ায় (Howrah Municipal Corporation) ভোটগ্রহণ। চব্বিশ দিনের ডেডলাইন শেষ হচ্ছে বৃহস্পতি বার অর্থাৎ ২৫ নভেম্বর। তাই ডেডলাইন মানলে কমিশনের হাতে রয়েছে আর মাত্র চব্বিশ ঘণ্টা।
সব পুরসভায় ভোট করতে চেয়ে হাইকোর্টে মামলা চলছে। যার শুনানি পিছিয়ে সোমবার, ২৯ নভেম্বর হবে বলে জানিয়েছে হাইকোর্ট। কমিশন যদি ওই শুনানির দিকে তাকিয়ে থাকে তা হলে ১৯ ডিসেম্বর ভোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ১৯ নভেম্বরের পর বড়দিনের উৎসব শুরু হয়ে যাবে। সে ক্ষেত্রে চলতি বছর, ২০২১ সালে আর ভোট করা যাবে না।
কলকাতা হাওড়া পুরভোট
কমিশন আদালতকে জানিয়েছে, হাইকোর্টের কাছে অবমাননাকর হবে এ রকম কোনও পদক্ষেপ তারা করবে না। ভোটগ্রহণ স্থগিত রাখা নিয়ে বা সব ভোট একসঙ্গে করা নিয়ে কোনও লিখিত নির্দেশ দেয়নি আদালত। কাজেই আগামিকাল অর্থাৎ ২৫ নভেম্বরের মধ্যে ভোট-বিজ্ঞপ্তি জারি করার ব্যাপারে কমিশনের কাছে কোনও বাধা নেই। এই সব ক’টি বিষয়ই এখন খতিয়ে দেখছে রাজ্য নির্বাচন কমিশন। আইনজীবী এবং রাজ্য সরকারের পরামর্শ নেওয়া হচ্ছে।
https://twitter.com/jdhankhar1/status/1463471689715515394?s=20
আরও পড়ুন – পিছোল পুরভোট মামলার শুনানি, সিদ্ধান্ত এখন কমিশনের হাতে
গোলমাল একটা রয়েছে। সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনখড় হাওড়া পুরসভার যে সংশোধনী নোটিফকেশন তাতে সই করেননি। রাজ্যপালের সই না থাকার কারণে কমিশন হাওড়া ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না। বৃহস্পতি বারের মধ্যে ওই বিলে সই হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কাজেই কমিশন আগামিকাল অর্থাৎ ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করলেও হাওড়ায় ভোট হওয়া কার্যত অসম্ভব। সে ক্ষেত্রে ১৯ ডিসেম্বের ভোট হবে শুধুই কলকাতা পুরসভা এলাকায়।