কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Vote) প্রথম পর্বের ভোটের আর বেশি দেরি নেই। ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। বাংলায় এসে তৃণমূলকে (TMC) কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার রেড রোডে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার সহ বিজেপিকে কোনও ভোট নয় একাধিক বিষয় তুলে ধরলেন তিনি।
বৃহস্পতিবার সকালে রেড রোড থেকে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ইডি, সিবিআই, আয়করের জন্য আলাদা জেলখানা তৈরি করুন। অভিন্ন দেওয়ানি বিধি আনছে, আমরা মানছি না। বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই? সবাইকে ইডি সিবিআই দিয়ে গ্রেফতার করছে। এজেন্সিকে ভয় পাই না। তার থেকে ভাল একটা আলাদা জেলখানা তৈরি করুন। এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। সিএএ, এনআরসি করতে দেব না। বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। দিল্লিতে ইন্ডিয়া জোট কী হবে বুঝে নেব। একটা ভোটও অন্য দলকে দেবেন না। চকোলেট বোমা ফাটলেও এনআইকে পাঠিয়ে দিচ্ছে।এদিন অনুষ্ঠানে বক্তব্য পেশে করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর মতো তিনিও সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: বর্ধমানে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
আরও খবর দেখুন