কলকাতা: পাহাড়ে নিয়োগ দুর্নীতি (GTA Recruitment Scam) মামলায় সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশে দিয়েছিল একক বেঞ্চ। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) অনুসন্ধানে আপত্তি জানিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের আবেদনে অবশ্য হস্তক্ষেপ করল না আদালত। মামলায় আপাতত কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট।
বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করে, সিবিআইয়ের এই অনুসন্ধানে সমস্যা কোথায়? রাজ্যের আইনজীবী জানান, একটি অজ্ঞাতনামা চিঠির সূত্রে আদালত সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। এর তদন্ত হওয়া উচিত রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে। রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। তারপরে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: রামনবমীতে ৫০ হাজার লোক নামবে, হুঁশিয়ারি দিলীপের
প্রসঙ্গত, পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শাসক দলের অনেকের নাম জড়িয়েছে। এই সংক্রান্ত একটি বেনামি চিঠি সামনে আসার পরেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। জিটিএ-র নিয়োগ দুর্নীতিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করে রাজ্য। সেই এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল অধুনা কংগ্রেস নেতা বিনয় তামাং- সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে।
অন্য খবর দেখুন