কলকাতা: প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) নেই পানীয় জল, টয়লেট। কল্যাণকামী রাষ্ট্রের এই আচরণ গ্রহণযোগ্য নয়। অভিমত সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর সার্কেলের রঘুনাথপুর সরদারচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর দুর্দশা নিয়ে জনস্বার্থ মামলা।
আরও পড়ুন: সিংহের নামকরণ বিতর্কে রাজ্যকে নাম পরিবর্তনের প্রস্তাব কলকাতা হাইকোর্টের
প্রচুর শিক্ষার্থী সহ শিক্ষকদের জন্য পানীয় জল বা টয়লেটের ব্যবস্থা নেই। পুকুরের জল দিয়ে মিড ডে মিল রান্না হয়। সেই পুকুরের জল সবাই পান করতে বাধ্য হয়। ২০১৬ সাল থেকে বারংবার প্রশাসনের হস্তক্ষেপ প্রার্থনা করেও ব্যর্থ। অভিযোগ স্কুলশিক্ষার্থীদের অভিভাবকদের।
টিউবয়েল বসানোর জন্য টেন্ডার ডাকা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। ব্যবহার অযোগ্য টয়লেট সারানোর ব্যবস্থা করা হয়েছে। জানায় রাজ্য প্রশাসন।
প্রাথমিক স্কুলে ছেলেদের সঙ্গে মেয়েরাও পড়ে। তাদের জন্যও টয়লেট নেই? পরিশ্রুত পানীয় জল পাওয়ার অধিকার সকলের। কীভাবে শিশুদের তা থেকে বঞ্চিত রাখা যায়? কল্যাণকামী রাষ্ট্রের এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রশাসন মনে করলে রাতারাতি এইসব ব্যবস্থা করে দিতে পারে। অভিমত প্রধান বিচারপতি টিএস শিভগননম।
পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা দ্রুত করতে হবে। কোন দেরি বরদাস্ত করা হবে না। সমস্ত কাজ সম্পূর্ণ করে এবং তার ছবি তুলে ১৪ মার্চ আদালতে পেশ করার নির্দেশ।
আরও খবর দেখুন