কলকাতা: খাস কলকাতায় বুকে রাতের অন্ধকারে এক ফুটপাতবাসী যুবককে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে (Bowbazar Murder Case)৷ গতকাল রাত পৌনে দুটো নাগাদ বউবাজারে এক ব্যাঙ্কের সামনে ঘটনাটি ঘটে। মৃতের নাম সঞ্জয় মল্লিক, বয়স ২৭। গুরুতর আহত অবস্থায় সঞ্জয়কে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দক্ষিণবন্দর থানা এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সী সুমিত কুমার সাউ, সঞ্জয়কে মাথায় কংক্রিটের চাঙড় দিয়ে থেঁতলে দেয় বলেই অভিযোগ। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ মূল অভিযুক্ত সুমিত কুমার সাউকে গ্রেফতার করেছে বউবাজার থানার পুলিশ (Bowbazar Police)৷
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ২৮)
লালবাজার সূত্রে খবর, মৃত যুবকের সঞ্জয় মল্লিক, স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি ফুটপাতেই শুয়ে পড়েন ৷ রাত দেড়টা নাগাদ একদল যুবক একটি অ্যাপ ক্যাব নিয়ে বউবাজার থানার সি আর অ্যাভিনিউ চত্বরে আসেন ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ফুটপাতে যারা শুয়েছিলেন তাঁদের প্রত্যেককে ঘুম থেকে জাগিয়ে তারা জিজ্ঞেস করে সঞ্জয় কোথায়? এরপরেই সঞ্জয়কে দেখতে পেয়ে রাস্তার পাশ থেকে একটি পাথর তুলে তার মাথায় বারংবার আঘাত করতে থাকে অভিযুক্ত ৷ সেখানে উপস্থিত সকলে চেঁচামেচি শুরু করলে ওই অ্যাপ ক্যাব উঠে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা ৷ খবর পেয়ে কিছুক্ষণের ঘটনাস্থলে পৌঁছায় বউবাজার থানার পুলিশ ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা, দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
তদন্তে নেমে মৃত সঞ্জয় মল্লিকের স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক শত্রুতা ছিল তাঁর স্বামী এবং সুমিত কুমার সাউ নামে এক ব্যক্তির৷ তিনি অভিযোগ করেন, সম্ভবত সুমিত কুমার সাউ সঞ্জয়কে খুন করেছেন ৷ এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সুমিত কুমার সাউ দক্ষিণবন্দর থানা এলাকায় রয়েছে ৷ গভীর রাতে হোমিসাইড শাখার গোয়েন্দারা দক্ষিণবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সুমিত কুমার সাউকে গ্রেফতার করে ৷
আরও খবর দেখুন