কলকাতা: বেঙ্গালুরু (Bengaluru) বিস্ফোরণ কাণ্ডে যুক্ত অভিযুক্তদের কলকাতা (Kolkata) যোগ রয়েছে। গত ১৩-১৪ মার্চ রাতে তারা কলকাতার একটি হোটেলে ছিল। লেনিন সরণীর একটি হোটেলে ছিল। নিজেদের ভুয়ো পরিচয় লিখেছিল হোটেলের রেজিস্টারে। তাদের শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। দুজনের নাম মুসাভির হুসেন শাজিব ও আব্দুল মতিন আহমেদ।
এনআইএ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫টা নাগাদ ওই হোটেলে গিয়েছিল দুজনে। তাদের জন্য ৮ নম্বর ঘরটি বরাদ্দ হয়। হোটেলে পর্যটক হিসেবে পরিচয় দিয়েছিলেন দুজনে। দার্জিলিং থেকে এসেছে বলে তারা। ১৪ মার্চ সকালে সেখান থেকে বেরিয়ে যায় তারা। হোটেলের ৭৫০ টাকা রিসেপশনে জমা দেয় তারা। হোটেল কর্মীরা জানিয়েছে, বিকেলে হোটেলে ঢুকে রাতে একবার খেতে বেরিয়েছিল তারা। তাছাড়া ঘর থেকে বের হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুজনকে। এনআইএর সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের একটি দলও ছিল। ওই ঘটনায় ইতিমধ্যে মুজম্মল শরিফকে গ্রেফতার করা হয়েছিল। বাকি দুই অভিযুক্তের খোঁজ পেতে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছিল এনআইএ।
আরও পড়ুন: প্রচারে অংশ নিতে অন্তর্বর্তী জামিনের আবেদন মণীশ সিসোদিয়ার
আরও খবর দেখুন