বরানগর: প্রচারে (Election Campaign) বেরিয়ে তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর সৌজন্যে বিনিময়। বরানগর বিধানসভার সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের (CPM candidate Tanmoy Bhattacharya) নাম ঘোষণা হওয়ার পরেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করলেন তিনি। আর সেই প্রচারের সময় তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Trinamool candidate Sayantika Banerjee) হাতজোড় করে নমস্কার করলেন সিপিএম প্রার্থী। সায়ন্তিকাও গাড়ি থেকে নেমে এসে সিপিএম প্রার্থী প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
লোকসভার সঙ্গেই এবার বরানগর বিধানসভা আসনেও উপনির্বাচন (Baranagar BY-Election) হচ্ছে। তার জন্যও চলছে প্রচার। ভোটের প্রচারে বাজার গরম করতে অভ্যস্ত নেতানেত্রীরা। বেশি ভাগ সময় প্রচারে নেমে রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরের দিকে কাদা ছেঁটাতেই, কুৎসা করেই ব্যস্ত থাকেন। কিন্তু বরানগরে তৃণমূল-সিপিএম প্রার্থীর মধ্যে একে অপরের প্রতি সম্মান ও সৌজন্য বিনিময় দেখল বঙ্গ রাজনীতি। বরানগরের প্রচারের দেখা গেল একেবারে অন্যরকম একটি ছবি। প্রচারে মুখোমুখি হলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ও তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। আলমবাজারের জামে মসজিদে ইদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই মুখোমুখি হন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: সুশান্ত ঘোষের সঙ্গে ব্যবসায়ীর বচসা, চড় মারার অভিযোগ
এদিন সায়ন্তিকা বলেন, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। তন্ময় ভট্টাচার্য বলেন, লড়াই কোনও দলের বিরুদ্ধে নয়, মানুষের উন্নয়নের লড়াই। সায়ন্তিকা ও তন্ময়ের সৌজন্য বিনিময়কে কটাক্ষ করেছেন বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী। বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিতেই প্রার্থী দিয়েছে সিপিএম।
অন্য খবর দেখুন