Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Russia-Ukraine War Live: আলোচনায় যেতে নারাজ ইউক্রেন, “সব দিক” থেকে হামলার নির্দেশ রুশ সেনাকে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত ও শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ০৯:০৯:০১ পিএম
  • / ৭৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত ও শঙ্খজিৎ বিশ্বাস

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আমেরিকা ও নেটোর হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে সামরিক অভিযান জারি রেখেছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে বৃহস্পতিবার যুদ্ধ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনের ভূখণ্ডে সেনা অভিযান শুরু করে রাশিয়া। তার পর থেকে অভিযান জারি রেখেছে রুশ বাহিনী। শুক্রবার দুপুরে রাশিয়াকে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিলেন কয়েক ঘণ্টার মধ্যেই বেঁকে বসে ইউক্রেন। আজ কী পরিস্থিতি রয়েছে ইউক্রেনের-

লাইভ আপডেট  

রাত ১০টা ২০ মিনিট: ইউকে, বুলগেরিয়া, পোল্যান্ড-সহ একাধিক দেশ নিজেদের আকাশসীমা বন্ধ করছে রাশিয়ার উড়ানের জন্য৷

রাত ৯টা ৩০ মিনিট: কিয়েভ-বেলারুশ আলোচনা অস্বীকার করতেই রাশিয়ান সেনাবাহিনীকে ইউক্রেনে “সব দিক” থেকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আগ্রাসনের তৃতীয় দিনে কঠোর প্রতিরোধের মুখোমুখি হয়ে রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে আক্রমণ করেছে।

রাশিয়ান সেনাবাহিনীর মুখপাত্র ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেছেন, ‘‘ইউক্রেনীয় পক্ষ আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার পরে, আজ সমস্ত ইউনিটকে অপারেশনের পরিকল্পনা অনুসারে সমস্ত দিক থেকে অগ্রিম বিকাশের নির্দেশ দেওয়া হয়েছিল।’’

রাত ৮টা ৫৮ মিনিট: রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছে ইউক্রেন৷ কিন্তু অযৌক্তিক দাবি করলে চলবে না বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক৷ তিনি বলেন, ‘‘ইউক্রেন রাশিয়ান ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করে না৷ তবে অগ্রহণযোগ্য শর্ত এবং আল্টিমেটাম ছাড়াই শুধুমাত্র একটি পূর্ণাঙ্গ আলোচনা প্রক্রিয়ার জন্য প্রস্তুত ইউক্রেন৷’’

রাত ৮টা ৫০ মিনিট: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি,  ইউক্রেনের নৌযানগুলিকে হামলার সময় মার্কিন ড্রোনগুলি আকাশে ছিল৷  প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, ‘‘আমি এই বিষয়টির দিকে বিশেষ মনোযোগ দিতে চাই যে, ইউক্রেনীয় জাহাজের আক্রমণের সময়, কৌশলগত US RQ-4 গ্লোবাল হক এবং MQ9A রিপার মানববিহীন আকাশযানগুলি এই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল’’৷

রাত ৮টা ০৫ মিনিট: ইউক্রেন থেকে দেশে ফিরল ২১৯ জন ভারতীয়৷ মুম্বই বিমানবন্দরে তাঁদের সকলকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী
পীযূষ গয়াল৷

সন্ধে ৭টা ৩০ মিনিট: রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া জানিয়েছে, রাশিয়া তার আকাশসীমায় বুলগেরিয়ান, পোলিশ এবং চেক এয়ারলাইনগুলির ফ্লাইট সীমাবদ্ধ করেছে। রোসাভিয়েতসিয়ার একটি বিবৃতিতে বলা হয়েছে, “বুলগেরিয়া, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের আকাশসীমা বন্ধ করার বিষয়ে বন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে৷  সেক্ষেত্রে রাশিয়ার বিদেশমন্ত্রকের অনুমোদন প্রয়োজন রয়েছে৷

সন্ধে ৭টা ২০ মিনিট: রাশিয়ার বিরুদ্ধে SWIFT নিষেধাজ্ঞার প্রুক্তিগত কৌশল শুরু হয়েছে৷ টুইট করে উচ্ছাস প্রকাশ করলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা৷

সন্ধে ৭টা: পুতিন রাশিয়ান সেনাদের ইউক্রেন অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু কিয়েভ আলোচনা অস্বীকার করতেই ফের অপারেশন চালুর নির্দেশ দেন, দাবি পেসকভের৷

বিকেল ৬টা ২৫ মিনিট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি৷ সেখানে রাশিয়ার আগ্রাসন নিয়ে দু’পক্ষের মধ্যে কথা হয়৷ ভারতের কাছে ইউএন নিরাপত্তা পরিষদে রাজনৈতির সমর্থন চাওয়া হয়েছে৷

পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে উপস্থিত ছাত্র সহ ভারতীয় নাগরিকদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি ভারতীয় নাগরিকদের দ্রুত এবং নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে সুবিধা চেয়েছেন৷

https://www.mea.gov.in/press-releases.htm?dtl%2F34902%2FPrime_Minister_speaks_to_His_Excellency_President_Volodymyr_Zelenskyy_of_Ukraine=null&t=6dv_SgqP1cRwzJSS2MlofQ&s=08

প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের চলমান সংঘাত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। চলমান সংঘর্ষে ক্ষয়ক্ষতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন৷  প্রধানমন্ত্রী ইউক্রেনে উপস্থিত ছাত্র-ছাত্রী সহ ভারতীয় নাগরিকদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কথাও জানান। তিনি ভারতীয় নাগরিকদের দ্রুত এবং নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে সুবিধা চেয়েছেন।

বিকেল ৫টা ৪৮ মিনিট: লুহানস্ক, ক্রিমস্কে এবং মার্কিভকা গ্রামগুলি অস্থায়ীভাবে রাশিয়ান সেনারা দখল করেছে৷  লুহানস্ক প্রশাসনের প্রধান সের্গেই গাইদাই এমনটাই জানিয়েছেন৷

বিকেল ৫টা ২৮ মিনিট:ইউক্রেনের পাশে লাটাভিয়া৷ রাশিয়ান বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে লাটভিয়া৷

বিকেল ৫টা ২৫ মিনিট: সুইজারল্যান্ড অর গ্রিসের সঙ্গে কথা বলল ইউক্রেন৷ দুই দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে সাহায্য করবে বলে জানিয়েছে৷

বিকেল ৫টা ২০ মিনিট: ফ্রান্সে আটক রাশিয়ান পণ্যবাহী জাহাজ৷ শনিবার এমনটাই দাবি করেছে, ফ্রান্সের রাশিয়ান দূতাবাস৷ বর্তমানে ওই পণ্যবাহী জাহাজটি বোলোন-সুর-মের বন্দরে রয়েছে।

বিকেল ৫টা ০৫ মিনিট: ফ্রান্স -সহ ২৭টি দেশ ইউক্রেনকে সাহায্যের আশ্বাস দিয়েছে৷ অস্ত্র, ওষুধ-সহ অন্যান্য সামরিক সাহায্য করবে বলে জানিয়েছে৷

বিকেল ৪টা ৪০ মিনিট: ২৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত কারফিউ জারি ইউক্রেনে৷ রাস্তায় বেরতে নিষেধ সাধারণ নাগরিককে৷ নির্দেশ অমান্য করে রাস্তায় বের হলেই আক্রমণকারী হিসাবে গণ্য করা হবে, স্পষ্ট জানাল ইউক্রেন সরকার৷

বিকেল ৪টা ৩০ মিনিট: রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ফ্রান্স অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত৷ দাবি ইউক্রেনের বিদেশমন্ত্রীর৷ ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, “আমরা ফরাসি প্রতিপক্ষের সঙ্গে কথা বলেছি৷ ফ্রান্স রাশিয়াকে SWIFT থেকে নিষিদ্ধ করাকে সমর্থন করে। আমি অবিলম্বে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে ইইউ নিষেধাজ্ঞার তৃতীয় প্যাকেজ চালু করার আহ্বান জানিয়েছি। ফ্রান্সও অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত। ইউক্রেনকে আত্মরক্ষা করতে সাহায্য করবে।”

বেলা ৩টা ৪০ মিনিট: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ‘‘আমরা শত্রুর আক্রমণ প্রতিহত করেছি৷ সফলভাবেই প্রতিহত করেছি৷’’ এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘লড়াই চলতেই থাকবে। আমাদের দেশে অনেক শহর ও জেলায় লড়াই চলছে। কিন্তু আমরা জানি, আমরা কী রক্ষা করছি- দেশ, জমি, শিশুদের ভবিষ্যত। কিয়েভ এবং রাজধানীর আশেপাশের গুরুত্বপূর্ণ শহরগুলি আমাদের সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। দখলদাররা আমাদের দেশের কেন্দ্র অবরুদ্ধ করতে চেয়েছিল৷ কিন্তু, আমরা তাদের পরিকল্পনা ভেঙ্গে দিয়েছি৷’’

বেলা ৩টা ৪০ মিনিট: রাশিয়ান বাহিনীর হাতে ১৯৮ নাগরিকের মৃত্যু, ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘রাশিয়ার আক্রমণে ১৯৮ জনের মৃত্যু হয়েছে৷ ১০০০ জনেরও বেশি জখম হয়েছেন৷

শনিবার স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। মৃতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও সেনা বানিনীর কেউ আছেন কিনা তা যাচাই করতে হবে৷ তাঁর আরও দাবি, দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ৩৩ শিশুসহ আরও ১,১১৫ জন জখম হয়েছেন।

বেলা ৩টা ২০ মিনিট: SWIFT থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইতালি৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই একথা জানিয়েছেন৷

বেলা ৩টা ১৫ মিনিট: ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পোল্যান্ড৷ রুশ আগ্রাসনকে নিন্দা করেছে৷ ভারতে পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘পোল্যান্ড ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আমরা রুশ আগ্রাসনের নিন্দা জানাই। ইউক্রেনীয়রা খুব দেশপ্রেমিক মানুষ৷ যারা তাদের দেশের জন্য লড়াই করছে৷

বেলা ২টা ৪৫ মিনিট: ইউক্রেন বিদেশমন্ত্রকের অফিসিয়াল টুইটে বলা হয়েছে,রাশিয়া খুব দ্রুত জয় নিশ্চিতের দিকে এগোতে চাইছে৷ কিয়েভ, চেরনিহিভ, সুমি, হ্লুহিভ, খারকিভ, খেরসন এবং জাপোরিঝিয়া এলাকায় লাগাতার হামলা চালাচ্ছে৷ কিয়েভ এর ইউঝনি, ওডেসা, ওজার্ন অস্থায়ী শিবির এলাকায় কৌশলগত হামলা চালানো হচ্ছে৷

সুমি, পোলটাভা, মারিউপল জেলায় বিমান হামলা চালানো হয়। কালো সাগর থেকে শুরু করে কার্যত ইউক্রেন জুড়ে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বেলারুশ এবং TOT ক্রিমিয়ার অঞ্চল থেকে কৌশলগত বিমান চলাচল করানো হচ্ছে৷ ইউক্রেন সীমান্তে শত্রুরা রিজার্ভ ইউনিট পুনরায় মোতায়েন করেছে৷

বেলা ২ টা ৩৫ মিনিট: ইউক্রেনের সাংসদ কিরা রুডিক বলেন, প্রতিটি ইউক্রেনীয় পুরুষ এবং মহিলা অস্ত্র তুলতে এবং আক্রমণকারী রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। রুডিক রাইফেল হাতে পোজ দেওয়ার ছবি টুইট করেছেন৷ সেই ছবি ভাইরাল হয়েছে৷

রুডিক আরও বলেন, ‘‘আমরা যারা যুদ্ধ শুরু করি না৷ আমরা একটি শান্তিপূর্ণ দেশ। তারা আমাদের উপর হামলা চালায়৷ এ কারণেই আমার মতো মানুষ যাদের অস্ত্র বহন করার কথা ছিল না, তারা তা করছেন। আমরা যা বিশ্বাস করি তার জন্য লড়াই করতে প্রস্তুত, অন্যের কাছ থেকে জয় ও নেওয়ার জন্য নয়৷ বরং, আমাদের স্বাধীনতা, আমাদের জনগণ, আমাদের জাতিকে রক্ষা করার জন্য।”

বেলা ২টা ৩০ মিনিট: ইউক্রেনের বিদেশমন্ত্রী দমিত্রো কলেবা টুইট বার্তায় বলেন,রাশিয়ার থেকে ইউক্রেনতে রক্ষা করতে ২৪ ঘণ্টা কাজ চলছে৷ইউক্রেনের কূটনীতিক কাজ করছেন৷  সাইপ্রাস নিশ্চিত করেছে যে, Swift রাশিয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াবে না৷

বেলা ১২টা ৩০ মিনিট: ৪৮ ঘণ্টায় ৩৫০০ রুশ সেনাকে খতম করার দাবি ইউক্রেনের। ২০০ জনকে হেফাজতে নেওয়ার কথাও জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এছাড়াও ১৪টি রুশ বিমান, ৮টি হেলিকপ্টার, ১০২টি ট্যাঙ্কার ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি ইউক্রেনের।

বেলা ১২টা: সকালে পরিস্থিতি থমথমে থাকলেও, বেলা গড়াতেই কিভের দক্ষিণ পশ্চিমে জোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। কিয়েভের একটি আবাসনে আছড়ে পড়ে একটি ক্ষেপণাস্ত্র। আরেকটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের কাছে আছড়ে পড়েছে।

বেলা ১১টা: ভিডিয়ো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বললেন, ফেক নিউজে বিশ্বাস করবেন না। আমি এখানেই আছি। আমরা আমাদের রাষ্ট্রকে রক্ষা করব, কারণ আমাদের অস্ত্র আমাদের সত্য এবং সত্য হল এটি আমাদের দেশ, আমাদের সন্তান। আমরা একে রক্ষা করব।

সকাল ৮টা ৪০ মিনিট: ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সমস্ত ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, ভারত সরকারের আধিকারিক ও দূতাবাসের জরুরি নম্বরগুলিতে যোগাযোগ না করে সীমান্ত এলাকায় যাবেন না।’

https://twitter.com/IndiainUkraine/status/1497404359436554242?s=20&t=87hKdt_xZdOnA-fS9_15Gg

সকাল ৮টা ৩০ মিনিট: কিয়েভ এভিনিউতে রাশিয়ার আক্রমণকে ‘প্রতিহত’ করেছে করেছে ইউক্রেন, দাবি সেনাবাহিনীর।

সকাল ৮টা ১০ মিনিট: ইউক্রেনে হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এর আগে ১১টি দেশ নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি ভোট দেয়নি। সংঘাতের প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত, খবর সূত্রের।

সকাল ৭টা ১৫ মিনিট: রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ইউক্রেন৷ ঠিক হয়েছিল, পোলান্ডের রাজধানী ওয়ারশো-তে হবে সেই আলোচনা৷ এ পর্যন্ত সব ঠিকঠাক হওয়ার পর হঠাৎ বিপত্তি! আপাতত আলোচনায় বসতে রাজি নয় ইউক্রেন। শনিবার তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

ইউরোর শেষ ষোলোয় ফ্রান্স-বেলজিয়াম
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
হকার উচ্ছেদ নিয়ে জনস্বার্থ মামলার পরামর্শ বিচারপতির
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রোনাল্ডোদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল জর্জিয়া
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
আফগানদের দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে দঃ আফ্রিকা
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
রেললাইনের পাশ থেকে বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার
বুধবার, ২৬ জুন, ২০২৪
বেআইনি টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আরামবাগে
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিধানসভার সিঁড়িতে রাজ্যপালের অপেক্ষায় ধরনায় সায়ন্তিকা-রেয়াত
বুধবার, ২৬ জুন, ২০২৪
প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বুধবার, ২৬ জুন, ২০২৪
বিরোধীরা দেশের মানুষের আওয়াজ, দলনেতার দায়িত্ব নিয়ে মন্তব্য রাহুলের
বুধবার, ২৬ জুন, ২০২৪
মিড ডে মিলের চাল চুরি, গ্রামবাসীদের হাতে পাকড়াও রান্নার কর্মী
বুধবার, ২৬ জুন, ২০২৪
সংসদে বক্তৃতায় স্পিকারকে নিয়ে আশার কথা শোনালেন মোদি
বুধবার, ২৬ জুন, ২০২৪
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী
বুধবার, ২৬ জুন, ২০২৪
চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে শিশু, ধুন্ধুমার বিরাটি স্টেশনে
বুধবার, ২৬ জুন, ২০২৪
গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি? 
বুধবার, ২৬ জুন, ২০২৪
লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা
বুধবার, ২৬ জুন, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team