লাহোর: তোশাখানা দুর্নীতি মামলায় স্বস্তি ইমরান খান (Imran Khan) ও তাঁর স্ত্রী বুশরা বিবির। গত ৩১ জানুয়ারি পাকিস্তানের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং তাঁর স্ত্রীর ১৪ বছরের জেলের সাজা দিয়েছিল। সেই সাজা কার্যকরের উপরে সোমবার স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।
পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন গোপন তথ্য পাচারের অভিযোগে ৩০ জানুয়ারি পাকিস্তানের বিশেষ আদালত ইমরানকে ১০ বছরের কারাদণ্ড দেয়। তার এক দিন পরেই আবার ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে ইমরানের উপহার পাওয়া ঘড়ি তিনি ২০ লক্ষ ডলারে কিনে নিয়েছিলেন। গত ৫ অগাস্ট ইসলামাবাদের বিশেষ আদালত তোশাখানা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে। তাঁকে তিন বছরের জেলের শাস্তি দেওয়া হয়। এরপরই গ্রেফতার করে ইমরানকে জেলে পাঠানো হয়।
আরও পড়ুন: শেখ শাহজাহানের ১৪ দিনের ইডি হেফাজত
উল্লেখ্য, পাকিস্তানে আইন অনুযায়ী, বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীরা যে উপহার পান তা সরকারি কোষাগারে জমা হয়। কিন্তু ইমরান খান সেই আইন মানেননি বলে অভিযোগ।
আরও খবর দেখুন