ওয়েবডেস্ক- সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে (Pakistan) তুলোধনা ভারতের (India) । রাষ্ট্রসংঘে পাক প্রতিনিধির মুখের উপর জবাব দিল ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ (United Nations Parvathaneni Harish) এক দৃঢ় ও দ্ব্যর্থহীন ভাষায় বলেন, সিন্ধু চুক্তি নিয়ে ভারতের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে পাকিস্তান। পহেলগাম জঙ্গি হামলার প্রতিবাদেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) বাতিল করেছে ভারত সরকার।
কিন্তু পাকিস্তান সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদ বার বার দাবি করে যাচ্ছে, ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে। পার্বথানেনী হরিশ আরও বলেন, ভারত নয় সিন্ধুজলচুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিন্ধু জলচুক্তি নিয়ে দিল্লির দিকে আঙুল তুলতে গিয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধি। কিন্তু ভারত মুখের উপর জবাব দেয়।
রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ বলেন, “পাকিস্তানের উপর আস্থা রেখেই এই চুক্তি করা হয়েছিল ৬৫ বছর আগে। কিন্তু সেই বিশ্বাস তারা রাখতে পারেনি। চুক্তি প্রস্তাবের মূল ভিত্তি ছিল সদিচ্ছা আর বন্ধুত্ব। কিন্তু সেই বিশ্বাস, বন্ধুত্ব, বন্ধুত্বের মর্যাদার রাখতে পারেনি পাকিস্তান। প্রায় সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান সেই চুক্তির অবমাননা করে চলেছে। ভারতের বুকে ৩টি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা। গত চার দশক ধরে ২০ হাজারের উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। পহেলগাম হত্যালীলা পাকিস্তানের সেই নৃশংসতার জ্বলন্ত উদাহরণ।
আরও পড়ুন- জাপানে গিয়ে পাকিস্তানকে কড়া আক্রমণ অভিষেকের
‘অপারেশন সিঁন্দুর’ ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনে ভারত কতদূর যেতে পারে। এবার পাকিস্তানের আসল চেহার আরও একবার আন্তর্জাতিক মহলে তুলে ধরল ভারত।
ভারতের তরফ থেকে স্পষ্ট বক্তব্য, যে দেশ জঙ্গি আর সাধারণ নাগরিকদের মধ্যে পার্থক্য করতে পারে না, তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কথা বলার কোনও অধিকার নেই। রাষ্ট্রসংঘে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রত্যাঘাতের জবাবে পাকিস্তানের আক্রোশের কথা। পাক সেনা কিভাবে ইচ্ছাকৃতভাবে ভারতের সীমান্তবর্তীতে গ্রামগুলিকে নিশানা করে গুলি চালিয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।
পহেলগাম হামলা, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেই নিয়েই এদিন সরব হন হরিশ। হরিশ বলেন, অপারেশন সিঁন্দুরে সময়েও ভারত তার সংযম দেখিয়েছে। কোনও পাকিস্তানি নাগরিককে আক্রমণ করা হয়নি। কিন্তু পাকিস্তান সেই সংযম দেখায়নি। ২৬/১১-এর ভয়াবহ হামলার কথাও এদিন বলা হয় ভারতের তরফে। হরিশ বলেন, পাকিস্তানের আসল লক্ষ্য ভারতের উন্নয়ন, অগ্রগতির উপর আক্রমণ শানানো।
এদিন ভারতের আগে পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ তাঁর বক্তব্যে কাশ্মীর সমস্য থেকে শুরু করে ভারত পাক সাম্প্রতিক উত্তেজনার কথা তুলে ধরেন তিনি। তার উত্তরেই জবাব দেন রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ।
দেখুন আরও খবর-