কলকাতা টিভি ওয়েব ডেস্ক: উত্তর কোরিয়াতে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়ার ঠিক দু’দিনের মধ্যেই ঊর্ধ্বমুখী সে দেশের সংক্রমণ। ইতিমধ্যেই জ্বরে নতুন করে মৃত্যু হয়েছে ২১ জনের।
গত দুই বছর ধরে কোরিয়ার জরুরিকালীন কোয়ারেন্টিন ফ্রন্ট নিখুঁত ভাবে কাজ করছিল। ফলে, এক জনও করোনায় আক্রান্ত হননি সেই দেশে। অথচ, দিন দুয়েক আগে একজন করোনা আক্রান্ত হওয়ার পরই ক্রমশ ছড়িয়ে পড়ছে সে দেশের সংক্রমণ। এখনও পর্যন্ত যাঁরা টিকা নেননি তাঁদের মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই জন্য ইতিমধ্যেই উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ রাষ্ট্রনায়ক কিম জং উন লকডাউন ঘোষণা করেছেন।
উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে রাজধানী পিয়ং ইয়ংয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কোরিয়ার ১৭৪,৪৪০ জন জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৮১,৪৩০ জন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। ২১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- Shireen Abu Akleh: কফিনবন্দি সাংবাদিকের শেষযাত্রায় ইজরায়েলের হামলা, স্তম্ভিত বিশ্ব
এপ্রিলের ১৩ মে থেকে ৫২৪,৪৪০ জনের জ্বর হয়েছে। মৃত্যু হয়েছে মোট ২৭ জনের। যদিও রিপোর্টে স্পষ্ট বলা নেই জ্বর কিংবা মৃত্যু করোনার কারণেই হয়েছে কি না। শুধু বলা হয়েছে মৃতদের একজন করোনা পসেটিভ ছিলেন। যদিও বিশেষজ্ঞদের মতে, এই পরিমাণে আক্রান্তের সংখ্যা বাড়লে টেস্ট করা এবং চিকিৎসা করার জন্য বেগ পেতে হবে। কিম জানিয়েছেন, করোনা আক্রান্তের সংখ্যা উত্তর কোরিয়াতে বিপর্যয় মহাবিপর্যয়ের সৃষ্টি করছে।