কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দেড় মাসের লড়াইয়ের পর গত রবিবার রাতেই আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। কাবুলের প্রেসিডেন্টশিয়াল প্যালেসে পা ফেলেই ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান ঘোষণা করে তালিবান। অনেকটা টাইম মেশিনে চড়ে বছর কুড়ি পিছিয়ে যাওয়ার মতো। রাত পোহাতে সোমবার সকালে সেই পুরনো নব্বই দশকের মতেই পরিবেশ পরিস্থিতি অনুভব করতে লাগলেন আফগানরা। ঠিক যেন সময়ের দুষ্ট চক্রে ফেঁসে গিয়েছেন কাবুলিওয়ালার দেশ।
তালিবান ক্ষমতা দখলের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দেশে। ভিটেমাটি ছেড়ে সদলবলে দেশ ছেড়ে পালাতে উদ্ধত হয়ে ওঠে আফগানরা। সেইমতো কাবুলেরআন্তর্জাতিক বিমানবন্দরে এসে ভিড় জমাতে থাকেন হাজার হাজার আফগান নাগরিক। সেই সময় আমেরিকা থেকে আসা একটি সামরিক বিমান দেখেই ঝাঁপিয়ে ওঠার চেষ্টা করেন তারা। শুরু হয় হই হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় মার্কিন সেনা। কাল মার্কিন সেনা এখনো পর্যন্ত কাবুল বিমানবন্দরে দায়িত্বে রয়েছে। মার্কিন সেনা চালানো গুলিতে ঘটনাস্থলেই মারা যায় দুই আফগান নাগরিক। যা দেখে পরিস্থিতি আরও চরমে ওঠে। আতঙ্কে বিশৃঙ্খলা আরও বে়ড়ে যায়। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ১০ আফগান নাগরিক। মার্কিন বায়ুসেনার বিমান ধরে কোনরকমে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল আফগানরা। কিন্তু দুর্ঘটনাবশত মাঝ আকাশে থেকেই দুজন ছিটকে পড়ে যায়। এই মর্মান্তিক দৃশ্য সারাদিন দেখা গিয়েছে সারা বিশ্বের বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।
Kabul Airport runway today. No words needed. pic.twitter.com/8SfzEOprUZ
— Shiv Aroor (@ShivAroor) August 16, 2021
আফগানিরা যখন মার্কিন বায়ুসেনার বিমান ধরে পালাতে চাইছেন। তখন বায়ু সীমা লঙ্ঘন করার জন্য আফগানিস্তানের একটি বিমান কে যুদ্ধবিমান কে গুলি করে নামাল উজবেকিস্তানের সেনা। আফগানিস্তানের যুদ্ধবিমান টি অনৈতিকভাবে উদ্বেগ সীমান্ত লংঘন করে ছিল বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সব জানায় উজবেকিস্তান প্রশাসন।
আরও পড়ুন: কাবুল বিমানবন্দরে প্রবল বিশৃঙ্খলা, মৃত ১০
দেশের মানুষের যখন এই অবস্থা তখন চারটে গাড়ি হেলিকপ্টার ভর্তি টাকা পয়সা নিয়ে দেশ ছেড়ে পালাতে দেখা গেছে প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানিকে। এমনটাই দাবি করেছে অবস্থিত রাশিয়ান দূতাবাস।
এদিকে বিমানবন্দরে রাস্তাঘাটে যখন চরম বিশৃঙ্খলা আতঙ্কের ছেয়ে রয়েছে গোটা কাবুল। তখন পার্লামেন্টে গিয়ে রীতিমতো শোরগোল করতে দেখা গেল তালিবানি জঙ্গিদের। হ্যাঁ পার্লামেন্টের স্পিকার সহ অন্যান্য সাংসদদের চেয়ারে উঠে ঘুরে বেড়াতে দেখা গেল তালিবানদের। সেই ফুটেজটির সামনে আসতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Taliban have entered the Parliament of Afghanistan. This building was built by India.#Kabul #Taliban #Afghanistan #KabulHasFallen pic.twitter.com/BEYowxdstA
— Wajahat Kazmi ? (@KazmiWajahat) August 16, 2021
অবশেষে দিনের শেষে আফগান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসে স্পষ্ট ভাষায় তিনি জানালেন আফগানিস্থানে আমেরিকার নেশন বিল্ডিং এর জন্য আসেনি। অর্থাৎ জাতি গঠনের উদ্দেশ্য নিয়ে কখনওই আফগানিস্তানের পা ফেলতে চায়নি আমেরিকা। সুতরাং এটা ভাবা ভুল হবে যে এই পরিস্থিতির জন্য আমেরিকায় দায়ী। তিনি বলেন আমেরিকার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ কে দমন করা। আশরাফ ঘানি সরকার ও তার সেনার ভূমিকা নিয়েও আক্ষেপ ঝরে পরে প্রেসিডেন্ট বাইডেনের গলায়। আফগান পরিস্থিতির জন্য তার পূর্বসূরী ট্রাম্পের ওপর দোষ চাপান তিনি।
আরও পড়ুন: ট্রাম্প ও ঘানিকে দায়ী করে আফগান পরিস্থিতি মোকাবিলার আশ্বাস বাইডেনের
অন্যদিকে, আফগানিস্তানে তালিবান শাসনে প্রথম দিনেই উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। সে দেশের নাগরিক অধিকার নারী সুরক্ষা ও মানবাধিকার রক্ষায় তালিবানকে আরও মানবিক হওয়ার আহ্বান জানান রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
যদিও আফগানিস্তানের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হয় আশ্বাস দিয়েছেন কাবুলের তালিবান গভর্নর মোল্লা শিরিন। তবুও সেই আশ্বাসে কতটা চিড়ে ভিজবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আন্তর্জাতিক মহলের। তালিবান শাসনের প্রথম দিনই আতঙ্কে আর উৎকণ্ঠায় মধ্যে কাটাল গোটা আফগানিস্তান। দু’দশক আগে মার্কিন সেনা অনু প্রবেশের পর কিছুটা হলেও স্বাধীনতার স্বাদ পেয়েছিল আফগানিরা। মুক্তচেতনা’র স্বাদ গ্রহণ করেছিল নারীরাও। কিন্তু সোমবার তালিবানেরা ক্ষমতা দখলের পর ফের সেই নব্বইয়ের দশকের সেই বন্দুক বেয়োনেটের ভয়াবহ স্মৃতি উস্কে দিল আফগানবাসির মনে।