নিউইয়র্ক: গুগল সিইও সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) গুগলে (Google) ২০ বছর পার। তার উদযাপন হল। ২০০৪ সালে যোগদান থেকে সিইও হওয়ার স্মৃতিচারণ করেন তিনি। ক্রোম উদ্ভাবন থেকে গুগল ড্রাইভ, তাঁর নেতৃত্বের প্রশংসা সর্বত্র। ইনস্টাগ্রামে তাঁর ২০ বছরের জার্নির কথা তুলে ধরেছেন পিচাই। তাঁর প্যাশন তাঁকে এই পথে এগিয়ে যেতে চালিত করেছে বলে তিনি জানিয়েছেন। ২০০৪ সালের ২৬ এপ্রিল তিনি গুগলে যোগ দিয়েছিলেন।
তিনি জানিয়েছেন, যোগদানের পর থেকে প্রযুক্তির অনেক পরিবর্তন ঘটেছে। এমনকী আমার চুলেরও পরিবর্তন ঘটেছে। কিন্তু উতসাহে কোনও পরিবর্তন হয়নি। এই দশক কাটানোর জন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। তাঁর এই পোস্ট ভাইরাল হয়েছে। লাইকস ও কমেন্টের বন্যা দেখা দিয়েছে। একজন লিখেছেন, দায়িত্ব পালনের দুদশক, ২০ বছরের জয়, শ্রেষ্ঠত্বকে এগিয়ে নিয়ে যাওয়া।
আরও পড়ুন: কেতুগ্রামে আক্রান্ত বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা
গুগলে তিনি শুধু প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমই দেখেননি। প্রাক্তন সিইও ল্যারি পেজের আমলে প্রোডাক্ট প্রধান হওয়ার পর থেকে তাঁর যাত্রাপথ এগিয়ে চলেছে। গুগল ড্রাইভকে আকার দেওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আরও খবর দেখুন