Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
নব্য আলেকজান্ডারের নরমেধ
শুভেন্দু ঘোষ Published By:  • | Edited By: অর্পিতা দে
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ০৩:১২:২৩ পিএম
  • / ৩৭৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অর্পিতা দে

পাঁচ বছরের জন্মদিন বলে কথা! কেক কাটা হোক। বেলুন দিয়ে সাজানো হোক দেশ। আর আমাদের শ্বেত শ্মশ্রু ভরা মুখের জোকার-ক্যাপ পরা বার্থ ডে বয় ‘ফকিরে’র উদ্দেশে আসুন, আমরা তালি দিয়ে গেয়ে উঠি— হ্যাপি বার্থ ডে টু ইউ। কারণ, ২০১৬ সালের ৮ নভেম্বর রাত সওয়া ৮টা নাগাদ ভারতের এই নবজন্মের মুহূর্তটি দেশবাসীর হাড়েহাড়ে মনে আছে। সদ্য শেষ হওয়া দিওয়ালির অভিনন্দন জানানোর কয়েক মিনিটের মধ্যেই দেশের জনগণের পাঁজরে বোমা ফাটিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরমাণু বোমা ফাটার মতো গোটা দেশ মুহূর্তে তছনছ হয়ে গেল। নেংটি পরা সেই নবজাতকের ৫ বছর বয়স হয়ে গেলেও লজ্জা নিবারণে ওর থেকে বড় কাপড় আর জোগাড় হয়ে ওঠেনি। উদোম শরীরেই হাটেঘাটেমাঠে ঘুরে বেড়াচ্ছে। কারণ লজ্জা বোধ যার নেই, তাকে নির্লজ্জ কী করে বলা চলে? নোটবন্দি সেরকমই এক উদলা গায়ের ৫৬ ইঞ্চির ভয়ঙ্কর-দর্শন ‘শিশুপাল’। যার জন্ম হয়েছিল এদিন।

এক পলকে যেন থমকে গিয়েছিল সারা দেশ। রাতভর ঘুমোতে পারেননি মানুষ। কয়েক ঘণ্টার মধ্যে অর্থনৈতিক সুনামি নেমে এল। কয়েক লক্ষ লোক কর্মহীন হল, বেঘর হল, কত শত ব্যবসা লাটে উঠল। নগদে লেনদেন হয়, এমন শ্রমজীবীদের ঘরে হাঁড়ি চড়ল না। ব্যাঙ্কে, এটিএমের লাইনে বেঘোরে প্রাণ হারাল আরও কত সাধারণ মানুষ।  সমালোচনার লাইনে দাঁড়ালেন রাজনীতির ব্যাপারিরাও, সংবাদ মাধ্যম, ঠান্ডাঘরে বড় হওয়া দিশি, প্রবাসী অর্থনীতিবিদরাও। ভাষণে পিছিয়ে থাকলেন না বণিক নেতারাও। কেউ প্রশংসা, কেউ নিন্দায় মুখর হলেন ঠিকই, কিন্তু আখেরে কী হল? কালাধন, জাল নোটের কারবার, সুইস ব্যাঙ্কে রাখা ভারতীয় ক্রোড়পতিদের বিপুল সম্পদ ফিরিয়ে আনা, জঙ্গিদের নগদ রসদ বন্ধ করার প্রতিশ্রুতির বুদবুদ খানিকক্ষণ উড়ে ফেটে গেল। মাতৃবিয়োগের দিনে যেমন মনে হয়, জীবনটা শূন্য হয়ে গেল। বাৎসরিকের দিন আর সেই সন্তানকে কাঁদতে দেখে না কেউ।

বছর দু-এক পর পরলোকগত মাতৃদেবী ধরাধামে অবতীর্ণ হন ফেসবুকে। তাও ভক্ত সন্তান ক্ষণে ক্ষণে চোখ রাখেন কটা প্রণাম (আসলে হাইফাই), কটা এক চোখে জলের ফোঁটা দেওয়া সাড়া মিলল তার দিকে। সে রকমই নোটবন্দি আজ পাঁচ বছর বেঁচে আছে ট্যুইটার-প্রতিবাদে। কারণ, দেশ পোলিও মুক্ত হলেও দলগুলিকে সংক্রমিত করে গেছে। তাই দেশের অধিকাংশ দল আজ ন্যালাভোলা হয়ে দিল্লির পথেঘাটে থালা হাতে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের নেতানেত্রীরা ঠাণ্ডাঘরে বসে ঠান্ডা মাথায় মেঘদূতের বিরহী দক্ষের ভাষায় বিলাপ করছেন। গ্রামের বিধবা বৃদ্ধাদের মতো মোদিকে শাপশাপান্ত করা কিংবা তাঁর সরকারের মৃত্যুকামনা করা ছাড়া অক্ষম এই নেতাদের অবশ্য কিছু করারও নেই।

আরও পড়ুন – কেন্দ্রের বিএসএফ নীতিতে সীমান্তের কাঁটাতারেই বিদ্ধ হল বঙ্গ বিজেপি

একথা আজ সবাই জেনে গিয়েছেন যে, নোটবন্দি করে কোনও কালো টাকা পুনরুদ্ধার হয়নি। শুধু উড়ে যাওয়া নোট নয়, গোটা গোটা পলাতক ‘ডাকাত’দেরও আজ পর্যন্ত হাতে পায়নি ভারত। তাহলে সরকারের কি সাধারণ মানুষের কাছে জবাবদিহি করার কোনও দায় নেই? জবাবদিহি তলব করার মতো কোনও শক্তি নেই? এভাবেই কি ‘পাগলা সন্ন্যাসী’র ঝাড়ফুঁকে বক মরতেই থাকবে! আজই ‘নির্বাসিত’ বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানির জন্মদিন। মোদি-গোষ্ঠীর সঙ্গে তাঁর বিরোধ দেশীয় রাজনীতিতে সর্বজনবিদিত। তাঁর একটি কথা ছিল, দেশ প্রথম, দল দ্বিতীয় ও ব্যক্তি তৃতীয় স্থানে। একবার তিনি একটি গোঁসাপত্রে এও লিখেছিলেন যে, সেই দল আর অবশিষ্ট নেই। যেখানে নেতাদের প্রথম চিন্তা ছিল দেশ। আর এখন প্রথমেই ব্যক্তি। তাঁর ক্ষমতা, শৌর্যবীর্য, প্রতিভা বিচ্ছুরণেই আলোকিত বিজেপি। আলেকজান্ডারের মতো তিনি দিগ্বিজয়ে বেরিয়েছেন। বাধা শুধুমাত্র বঙ্গদেশ। সে কারণে প্রবল পরাক্রমী বিজেপির চিন্তন ও মননে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তা না হলে, দলের জাতীয় বৈঠকেও উঠে আসে রাজ্যের প্রসঙ্গ! যেখানে বিজেপি নেতারা খোলা গলায় বলেছেন, পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস লিখবেন তাঁরা। কিংবা পশ্চিমবঙ্গের মানুষ এখনও তাঁদের পাশে রয়েছেন।

অটলবিহারী বাজপেয়ির পর আদবানিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছিল একসময়। লক্ষ্য ছিল, গোঁড়া হিন্দুত্ববাদের হাওয়া তোলা। সে গবেষণায় ব্যর্থতার পর বিজেপি অন্তত এটুকু বুঝে গিয়েছে, শুধু হিন্দু রামের পাদুকা বুকে জড়িয়ে রাজত্ব চালানো যাবে না। এদেশে মুসলমানদের বাদ দিয়ে গদি টেকানো দায়। কারণ, পরিসংখ্যান বলছে— মুসলমানরা ভোটে যে প্রতীকে বোতাম টেপেন, তারাই গদিয়ান হয়। আর তাই ফি বছর মানুষকে নতুন করে একটা লজেনচুস দিয়ে চলেছে বিজেপি। পরমাণু বোমা পরীক্ষা দিয়ে যে চমকের সরকারি-রাজনীতির সূচনা, তা আজও বহমান। আর আমরাও খালি পেটে খানিকক্ষণ লজেন্স চুষে কাঠিটা হাতে নিয়ে আদ্যাখলা খোকার মতো অনাবশ্যক ছুটে ছুটে গা ঘামিয়ে চলেছি।

আরও পড়ুন – ইয়ে হাথ মুঝে দে…ঠাকুর!

সে কারণে আমার ব্যাঙ্ক, বিষয়-সম্পত্তি, ব্যক্তিগত নথি, পারিবারিক তথ্য বেসরকারি হাতে তুলে দিয়ে আচমকা নিঃস্ব হওয়ার পথে পা বাড়িয়ে রেখেছি। ঘরে বসে বাজার, বিল মেটানোর মতো অকর্মণ্যতায় আমরা বেজায় খুশি। আমার টাকা আমার পকেটে নেই, হাওয়ায় উড়ে চলেছে ক্রমশ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে। কেবলমাত্র সংখ্যা রূপে। বিজ্ঞাপনের পুলিশকে তাই অনলাইন পেমেন্টে ঘুষ নিতে দেখে আমরা হাসি। গর্জে উঠি না। কারণ আমাদের জীবনে দুটোই সত্যি। ছেলেবেলায় কেউ গোমড়া মুখ করে থাকলে বলতাম, কী রে হাস! সে বলত, দুটো পয়সা দে, হাসব। সত্যি, সেদিনও হাতে পয়সা ছিল না। আজও নেই। আমার নোট তোমার ঘরেই বন্দি রয়ে গেল রাজা! তোমার অশ্বমেধের ঘোড়া দৌড়ে দিগ্বিজয় করেই গেল, বলি হলাম শুধু আমরাই!

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি পুলিশের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মহারাষ্ট্রে উদ্ধব ও রাজ ঠাকরে কি এবার একছাতার তলায়?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
জাফরাবাদের বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ‘মূল চক্রী’
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মিলে গেল নিজের ভবিষ্যদ্বাণী, ইজরায়েলি হামলায় মৃত গাজার সাংবাদিক
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বামেদের ব্রিগেডে নেই মীনাক্ষীর নাম, কেন?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেয়ের বিয়েতে পুষ্পা ২ সিনেমার গানে নাচলেন কেজরিওয়াল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
প্রকৃতির রোষানালে জম্মু-কাশ্মীর, মেঘভাঙা বৃষ্টি সহ ভূমিধস কেড়ে নিল তিনটি প্রাণ
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ম্যান সিটির জয়, বিধ্বংসী অ্যাস্টন ভিলা  
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
হাওড়ায় বন্ধ লঞ্চ পরিষেবা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে আগামিকালই ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
উপস্থিত বুদ্ধির জেরে বিহারে বড়সড় রেল দুর্ঘটনা আটকালেন দুই লোকো পাইলট
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মেহনতি মানুষের সমর্থন ফিরে পেতে চায় রবিবারের ব্রিগেড
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
কোন পথে বামেদের মিছিল? দেখুন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভাগ্যের দরজা খুলবে কার, কে পাবেন সুখবর?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বৃষ্টির নামগন্ধ নেই! গরমে হাঁসফাঁস শহর, জানুন আবহাওয়ার আপডেট
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team