পোশাক বিতর্ক বলিউড তারকাদের পিছন ছাড়ে না। কখনো রেড কার্পেট,কখনো আবার বিশেষ অনুষ্ঠান কিংবা পার্টি। কোন পোশাকে কেমন লুকে তারা ফ্রেমবন্দি হবেন পাপারাৎজিদের হাতে তা নিয়ে সর্বদাই মাথাব্যথা থাকে বিশেষত তারকা অভিনেত্রীদের। খোলামেলা পোশাক কিংবা একই পোশাক পরলেই নেটিজেনদের শিকার হন তারকারা। এই ধরনের পোশাক পরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে মালাইকা আরোরারা। পিছিয়ে নেই অভিনেত্রী জাহ্নবী কাপুর,কিয়ারা আদবানিরাও। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিন্ন লুকে পোশাক পরে তাক লাগিয়ে দেন তাঁরা। এক কথায় বলতে গেলে জাহ্নবীর স্টানিং লুক খবরের শিরোনামে থাকে।সম্প্রতি মলদ্বীপ সফর থেকে বিকিনি লুকে শ্রীদেবী-কন্যার ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল। ক্যাটরিনা-ভিকির বিয়েতে উপস্থিত থাকতে পারেন জাহ্নবী ও কিয়ারা। হোটেলের করিডরে ল্যাহেঙ্গা পরে জাহ্নবীর ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন শ্রীদেবী-কন্যা তাহলে কি এই ধরনের পোষাক পরেই ক্যাটের বিয়েতে যাবেন? ফ্ললেস বিউটিতে নেট দুনিয়ায় আবার ভাইরাল জাহ্নবী। তিনি এখন বলিউডের হট কিউট।
একের পর এক ছবি শেয়ার করে তাক লাগিয়ে দিচ্ছেন নেটিজেনদের। পাশের বাড়ির মেয়ের লুকে তিনি বলিউডে পা দিয়েছিলেন কিন্তু ক্রমেই তার হট লুক এবং ফিগার সকলকে তাক লাগিয়েছে। কয়েকদিন আগে তার দেখা মিলেছে হলুদ পোশাকে বিমানবন্দরে। সে পোশাক পরেও নেটিজেনরা ভিকি-ক্যাটরিনার বিয়েতে তাঁকে দেখতে ইচ্ছুক। বিকিনি-ল্যাহেঙ্গায় তিনি যেমন নজর কেড়েছেন তেমনি নজর কেড়েছে তার হলুদ পোশাক। আজ মঙ্গলবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভিকি- ক্যাটরিনার বিয়ের গ্র্যান্ড সেরিমনি। একের পর এক বিয়ের আসরে অতিথিদের আসা শুরু হয়ে গিয়েছে। জয়পুর বিমান বন্দরে একের পর এক ছেলেটির দেখা মিলছে। বরুণ ধাওয়ান,নেহা ধূপিয়া,কিয়ারা আদবানিরদের সঙ্গে নিমন্ত্রিতদের মধ্যে নব সংযোজন জাহ্নবী। এই রাজকীয় বিয়ের আসরে কিয়ারাদের পাশে কি পোশাকে কোন লুকে দেখা যাবে শ্রীদেবী-কন্যাকে তা নিয়েও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় জল্পনা।