বেশ কিছু দিন ধরেই ‘ফ্যামিলি ম্যান ২’ খ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সংবাদে বিভিন্ন কারণে রয়েছেন। নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর তাঁকে নিয়ে অনুরাগীদের আগ্রহ যেন উত্তরোত্তর বেড়েই চলেছে।সামান্থার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বহু বিজয়ের সঙ্গে নানান পোস্ট।কখনো তাদের দুজনের একসঙ্গে শুটিংয়ের কাজ কিংবা কখনো তাঁরা মেতে উঠছেন খুনসুটিতে।
দক্ষিণী ছবির ধারাবাহিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্যের মধ্যেও মাঝে মাঝেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে বেশ কিছু ছবি। এই ছবিগুলির মধ্যে ‘লাইগার’ অন্যতম। মুক্তির আগে এই ছবি যেভাবে প্রচার করেছিল শেষ পর্যন্ত দেখা গিয়েছিল বক্স অফিসে কোন আশাই জাগাতে পারেনি। যদিও এই ছবির মাধ্যমে আরেক দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে সিনেপাড়ার আরো বেশি ঘনিষ্ঠতা হয়েছিল। শুধু তাই নয় এই ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের প্রেমজীবন নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। কখনো সোনা গিয়েছিল অনন্যা পান্ডের নাম আবার কখনো বা সামান্থা রুথ প্রভু। যদিও সামান্থা দাবি করেন তিনি বিজয়ের খুব কাছের বন্ধু। জন্মদিনে সামান্থা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন লাইগার। তোমাকে কাজ করতে দেখে মনে অনুপ্রেরণা জাগছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন’। উত্তরে বিজয় লিখেছিলেন,’স্যাম, তুমি অবিশ্বাস্য নারী। তোমার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য। তুমি জাদু জানো’।
ছবির শুটিং ছাড়াও বিজয়ের সঙ্গে মাঝেমধ্যেই ডেটিং করেন সামান্থা এমনটাই অনুরাগীদের বিশ্বাস। যা থেকে অনেকেরই ধারণা তাঁদের প্রেমের সম্পর্ক এগোলেও এগোতে পারে।